‘এটা ফটোশ্যুটের জায়গা নয়’, পার্লামেন্টের সামনে ছবি তুলে ‘ট্রোলড’ মিমি-নুসরত
একজন তাদের পোশাক নির্বাচন নিয়ে সমালোচনা করে লিখেছেন, ‘কারও শেষকৃত্যে গেলে আপনি যেমন শৌখিন পোশাক, ভারি গয়নাগাটি পরবেন না, আবার বিয়েবাড়িতে শোকার্তর মতো সেজে যাবেন না, তেমনই সংসদের জন্য এ ধরনের পোশাক অশালীন নয়, অনুপোযুক্ত।’
And its us again
1st day at Parliament @nusratchirps pic.twitter.com/ohBalZTJCV
— Mimssi (@mimichakraborty) May 27, 2019
A new beginning..!! I thank @MamataOfficial and people of my #Basirhat constituency to have belief in me.. pic.twitter.com/GU4Xcyz1Ff
— Nusrat (@nusratchirps) May 27, 2019
পিটিআই সূত্রে খবর, একজন তাদের পোশাক নির্বাচন নিয়ে সমালোচনা করে লিখেছেন, ‘কারও শেষকৃত্যে গেলে আপনি যেমন শৌখিন পোশাক, ভারি গয়নাগাটি পরবেন না, আবার বিয়েবাড়িতে শোকার্তর মতো সেজে যাবেন না, তেমনই সংসদের জন্য এ ধরনের পোশাক অশালীন নয়, অনুপযুক্ত।’
কেউ কেউ আবার লিখেছেন, এইসব পোশাক পেজ থ্রি পার্টি, পার্কে বা মলে ঘুরে বেড়ানোর জন্য ভাল, কিন্ত সংসদ ভবনে যাবার জন্য নয়।
একজন আবার লিখেছেন,‘সংসদ ভবন গণতন্ত্রের মন্দির, টিকটক করার জায়গা নয়।’
নেটিজেনদের কেউ কেউ তাঁদের মনে করিয়ে দেন, তাঁরা সংসদে দেশের কাজের জন্য গেছেন, ছবি তোলার জন্য নয়!
Congratulations to our new MPs. You both are looking gorgeous. Just a jentle reminder.... It's the of action for our country and not just photoshoot. I hope you work hard for the people of your constituency and for the country as well. Best wishes....
— kd (@drkdutta) May 28, 2019
This is exactly how a newly elected MP should NOT behave infront of the parliament. @mimichakraborty , you are a disgrace to the exalted office that you've been elected to. We hope you take note of the seriousness & start acting like an MP. https://t.co/ZfSGqvHJI8
— Ujjwal Pareek (@ujjwalpareek) May 27, 2019
কেউ কেউ আবার এই বিতর্কে মিমি নুসরতের পাশে দাঁড়িয়েছেন। এমনই এক বার্তায় বলা হয়েছে, দুজন প্রাপ্তবয়ষ্ক মানুষের সম্পূর্ণ অধিকার আছে, তাঁরা কী পরবেন ঠিক করার। এই নিয়ে যাঁরা কথা বলেন, তাঁরা নিজেদের উদারপন্থী বলেন কীভাবে?
অনেকেই দুই নবনির্বাচিত নেত্রীকে অভিনন্দন জানিয়েছেন।
Many many congratulations @mimichakraborty & @nusratchirps wish you could raise voice of millions of deprived women's & against the atrocities. Salute to woman power.
— Vikas Yadav (@VikasYadavA2Y) May 28, 2019
এই বিষয়ে দুই অভিনেত্রীর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে, নুসরত ফোনের উত্তর দেননি। অন্যদিকে মিমির ম্যানেজার রুদ্রদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মিমি ভোটে দাঁড়ানোর পর থেকেই এ ধরনের নানা মন্তব্য করা হচ্ছে। যারা করছেন, তারা তাদের নিজেদের প্রচারের জন্যই করছেন।