দমদমে একাকী বৃদ্ধার রহস্যমৃত্যু, মাথায় গভীর ক্ষত, উদ্ধার রক্তমাখা শীল
কলকাতা: শহরে ফের দুষ্কৃতী-নিশানায় একাকী বৃদ্ধা। অনুমান, লুঠপাটের পর মৃত্যু নিশ্চিত করতে মাথায় একাধিক আঘাত। ঘটনাস্থল দমদমের মল রোড। এই বহুতলের ৫ তলায় একা থাকতেন ৬২ বছরের শিবানী চক্রবর্তী। প্রতিবেশীদের দাবি, মঙ্গলবার দুপুরে রক্তাক্ত অবস্থায় দরজায় টোকা দেন বৃদ্ধা। খবর দেওয়া হয় যাদবপুরে থাকা মেয়েকে। বৃদ্ধাকে ভর্তি করা হয় একটি বেসরকারি হাসপাতালে। বুধবার ভোরে হাসপাতালে মারা যান বৃদ্ধা। চিকিত্সকরা জানিয়েছেন, বৃদ্ধার মাথার সামনে ও পিছনে গভীর ক্ষত ছিল। পুলিশ সূত্রে খবর, তিনি যে ঘরে থাকতেন, সেই ঘরে খাটের নীচে উদ্ধার হয়েছে একটি রক্তমাখা শীল। বৃদ্ধার মেয়ে বলেন, মাকে খুন করা হয়েছে। একা থাকত। চাবি টেবিলে ছিল। গ্লাসে জল ছিল এক ফেরিওয়ালা এসেছিল। বৃদ্ধার গলার থাকা সোনার হার উধাও। পুলিশের সন্দেহ, লুঠপাটের পর খুন, মৃত্যু নিশ্চিত করতে মাথায় একাধিক আঘাত করা হয়। অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে দমদম থানার পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে বৃদ্ধার ২টি মোবাইল ফোন।