সনিকা চৌহান মৃত্যু: অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট পেশ পুলিশের
কলকাতা: মডেল সনিকা চৌহান মৃত্যুর ঘটনার ৮১ দিনের মাথায় অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট জমা দিল টালিগঞ্জ থানার পুলিশ। সূত্রের খবর, বিক্রমের বিরুদ্ধে দেওয়া চার্জশিটে, ৩০৪ ধারায় অনিচ্ছাকৃত খুনের ধারার উল্লেখ রয়েছে। পুলিশ সূত্রে আরও জানা গেছে, ফরেন্সিক রিপোর্ট ও পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ সংক্রান্ত যাবতীয় তথ্যের উল্লেখ রয়েছে চার্জশিটে। কীভাবে ট্রাফিক আইন ভাঙার পর রাসবিহারী অ্যাভিনিউ-তে বিক্রম দুর্ঘটনা ঘটিয়েছিলেন, চার্জশিটে তারও উল্লেখ রয়েছে বলে পুলিশ সূত্রে খবর! ২৯ এপ্রিল গভীর রাতে রাসবিহারীর কাছে গাড়ি দুর্ঘটনায়, মৃত্যু হয় মডেল সনিকা সিংহ চৌহানের। গাড়িটি চালাচ্ছিলেন অভিনেতা বিক্রম। এই ঘটনায় অভিনেতা বিক্রমের বিরুদ্ধে পুলিশ প্রথমে ৩০৪-এর এ ধারায় গাফিলতির জেরে মৃত্যু, বেপরোয়া ভাবে গাড়ি চালানো এবং সম্পত্তি নষ্টের মতো জামিনযোগ্য ধারায় মামলা রুজু করে। এ নিয়ে নানা মহল সমালোচনায় সরব হয়। প্রশ্ন ওঠে, অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় এবং শিল্পী কালিকাপ্রসাদের গাড়ির চালক অর্ণব রাও, দু’জনের ক্ষেত্রে দু’রকম আইন কেন? এই বিতর্কের মধ্যেই যুক্ত হয় অনিচ্ছাকৃত খুনের ধারা। ঘটনার ৬৯ দিনের মাথায় পুলিশ বিক্রমকে গ্রেফতার করে। বর্তমানে জেল হেফাজতে রয়েছেন বিক্রম। যার মেয়াদ শেষ হচ্ছে ২৪ জুলাই। গত ১২ জুলাই বিক্রম চট্টোপাধ্যায়ের আগাম জামিনের আবেদন প্রসঙ্গে কলকাতা হাইকোর্ট জানায়, বিক্রমকে গ্রেফতার করে কোনও বেআইনি কাজ করেনি পুলিশ। আগাম জামিনের আবেদন করা হলেও, তার মধ্যে বিক্রমের গ্রেফতারি কোনও বেআইনি বিষয় নয়। বিক্রম চাইলে আইন অনুয়ায়ী পদক্ষেপ গ্রহণ করতে পারেন। এই প্রেক্ষাপটে আলিপুর জেলা ও দায়রা আদালতে জামিনের আবেদন করেছেন বিক্রম। ২০ জুলাই যার শুনানি।