নোট বাতিল নিয়ে আরবিআই-এর তথ্য বড় কেলেঙ্কারির ইঙ্গিত দিচ্ছে, অভিযোগ মমতার
কলকাতা: নোট বাতিল নিয়ে আরবিআই-এর তথ্য প্রকাশের পর বুধবার ফের একবার কেন্দ্রের নোট বাতিল করার সিদ্ধান্তের তুলোধনা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, এসবই ‘বড় কোনও কেলেঙ্কারির’ দিকেই ইঙ্গিত করছে।
এদিন টুইটারে মমতা লেখেন, টুইটারে তিনি লেখেন, আমার মনে হয় এটা পুরো ফ্লপ শো। রিজার্ভ ব্যাঙ্কের এই উদঘাটন বড় কেলেঙ্কারি ইঙ্গিত করছে নয় কি?
https://twitter.com/MamataOfficial/status/902910851077742592তিনি বলেন, (নোট বাতিল) হল পুরো ফ্লপ শো। ৯৯ শতাংশ বাতিব নোট আরবিআই-এর কাছে ফেরত এসেছে। একমাত্র ১ শতাংশ ফিরে আসেনি। তাঁর মতে, পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের নেপথ্যে কোনও ‘নিভৃত উদ্দেশ্য’ থাকতে পারে।
মমতা দাবি করেন, নোট বাতিলের ফলে, গত অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে দেশের তিন লক্ষ কোটি টাকা ক্ষতি হয়েছে। শতাধিক মানুষ মারা গিয়েছেন। তিনি বলেন, নোট বাতিল করা হয়েছিল কয়েক লক্ষ কোটি মূল্যের কালো টাকা যাতে ফেরত আসে। আর এখন আমরা কী পেলাম? একটা বড় জিরো।
নোট বাতিলের নেপথ্য আসল উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন মমতা। বলেন, এই নোট বাতিলের মাধ্যমে কালো টাকার কারবারিদের হাতে থাকা কয়েক লক্ষ কোটি কালো টাকা সাদা করার রাস্তা করে দেয়নি তো ভারত সরকার?
তিনি দাবি করেন, যথাযথ তদন্তের মাধ্যমে এর উত্তর চায় দেশের জনগণ। তিনি যোগ করেন, সুপ্রিম কোর্টের ওপর আমাদের অগাধ আস্থা ও ভরসা রয়েছে। মমতার বলেন, যেহেতু নোট বাতিল সংক্রান্ত মামলা শীর্ষ আদালতের সাংবিধানিক বেঞ্চে স্থানান্তরিত হয়েছে, তাই সুপ্রিম কোর্টের কাছে অনুরোধ, দেশবাসী যেন বিচার পায়।
প্রসঙ্গত, গত বছরের ৮ নভেম্বর, দেশ থেকে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। কেন্দ্র জানিয়েছিল, এর ফলে, দেশ থেকে কালো টাকা নির্মূল হবে। মোদী সরকার দাবি করে, মানুষ ব্যাঙ্কে টাকা জমা করতে বাধ্য হবেন। তাতে, অস্বাভাবিক অঙ্ক জমা হলে, তা নজরে চলে আসবে।