(Source: ECI/ABP News/ABP Majha)
রোজভ্যালির ২,৩০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করল ইডি
কলকাতা: রোজভ্যালিকাণ্ডে ২,৩০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই তালিকায় রয়েছে সংস্থার ২ ডজন হোটেল ও রিসর্ট।
ইডি আধিকারিকরা জানান, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (পিএমএলএ)বা আর্থিক তছরুপ রোধ আইন মোতাবেক প্রাথমিক নির্দেশ জারি করে ১১টি রিসর্ট, ৯টি হোটেল এবং আরও বেশ কয়েকটি ওই ধরনের পরিষেবা ক্রোক করা হয়েছে। এর পাশাপাশি, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ২০০-একর জমি এবং ৪১৪টি ল্যান্ড পার্সেল ক্রোক করা হয়েছে।
ইডি জানিয়েছে, সম্পত্তির মূল্যের নিরিখে পিএমএলএ আইনের ধারায় এটি তাদের অন্যতম বৃহৎ ক্রোক। বাজেয়াপ্ত হওয়া মোট সম্পত্তির বাজার দর প্রায় ২,৩৮০ কোটি টাকা। এর সঙ্গে, এই মামলায় মোট ক্রোক হওয়া সম্পত্তির পরিমাণ দাঁড়াল প্রায় ৪,২০০ কোটি টাকা।
২০১৪ সালে রোজভ্যালিকাণ্ডে সংস্থার চেয়ারম্যান গৌতম কুণ্ডু সহ অন্যান্যদের বিরুদ্ধে পিএমএলএ আইনে এফআইআর দায়ের করে ইডি। ২০১৫ সালে কুণ্ডুকে গ্রেফতার করে ইডি। এই মামলায় কলকাতা ও ভূবনেশ্বরে একাধিক চার্জশিট দাখিল করা হয়েছে।