এক্সপ্লোর
কলকাতায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ছাত্রীর মৃত্যু

কলকাতা: শহরে ফের ডেঙ্গিতে মৃত্যু। মৃত একাদশ শ্রেণির ছাত্রী রিয়া সাহা। তিনি কলকাতা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের মুরারিপুকুরের বাসিন্দা। কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন রিয়া। রবিবারই তাঁকে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার সন্ধেয় স্থানান্তরিত করা হয় অ্যাপোলো হাসপাতালে। শুক্রবার সকালে সেখানেই মৃত্যু হয় তাঁর। ডেথ সার্টিফিকিটে মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গির কথা উল্লেখ করা হয়েছে। ১৪ নম্বর ওয়ার্ডেই ডেঙ্গিতে আক্রান্ত আরও বেশ কয়েকজন। বেলেঘাটা আইডি হাসপাতালে এই মুহূর্তে জ্বর নিয়ে ভর্তি ৫৮০ জন রোগী। যাঁদের মধ্যে ১৭২ জন ডেঙ্গি আক্রান্ত। রোগী বাড়তে থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ অনেককে ছেড়ে দিতে চাইছে বলে অভিযোগ। পাল্টা সাফাই দিয়েছেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। পরিস্থিতি যে যথেষ্টই উদ্বেগজনক, বিশেষজ্ঞদের কথাতেই তা স্পষ্ট। সবমিলিয়ে শহরে বাড়ছে ডেঙ্গি-আতঙ্ক।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















