পিএনবিকাণ্ড: 'আরও অনেক ব্যাঙ্ক যুক্ত', পূর্ণাঙ্গ তদন্তের দাবি মমতার
কলকাতা: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক প্রতারণা কাণ্ডে মমতার নিশানায় মোদী সরকার। নীরবকাণ্ডে পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, এই কেলেঙ্কারিতে অন্য ব্যাঙ্কেও জড়িত।
এদিন টুইটারে মমতা দাবি করেন, হিরে ব্যবসায়ী নীরব মোদীকে ঘিরে সাড়ে ১১ হাজর কোটি টাকার এই প্রতারণাটি আরও বড় জালিয়াতির একটি ক্ষুদ্র অংশ মাত্র। তিনি বলেন, এই প্রতারণা নোট বাতিলের সময় হয়েছিল।
https://twitter.com/MamataOfficial/status/965107176539762688মমতা বলেন, ‘এটা হিমশৈলের চূড়ামাত্র। ‘নোট বাতিলের সময়েই ব্যাঙ্কিং প্রতারণা আরও বেড়েছে। আরও অনেক ব্যাঙ্ক জড়িত। প্রকৃত সত্য প্রকাশিত হওয়া দরকার।
মমতা আরও অভিযোগ, বড়সড় আর্থিক তছরূপ এই নোট বাতিলের সময়েই হয়। ব্যাঙ্কের শীর্ষকর্তাদের রদবদল করা হয়। এদিন সেই নিয়েও তদন্তের দাবি জানান মুখ্যমন্ত্রী। তাঁর মতে, কে আধিকারিকদের বদলি করল, আর কাদের নিয়ে আসা হল, তার তদন্ত হওয়া দরকার।