এক্সপ্লোর

অমর্ত্য সেনকে হেনস্থার অভিযোগ, কাল দুপুরে অ্যাকাডেমি চত্বরে বিশিষ্টদের প্রতিবাদ

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে হেনস্থার অভিযোগে কাল প্রতিবাদ। কাল দুপুরে অ্যাকাডেমি চত্বরে বিশিষ্টদের প্রতিবাদ।

কলকাতা:  নোবেলজয়ী অর্থনীতিবিদ  অমর্ত্য সেনকে হেনস্থার অভিযোগে কাল প্রতিবাদ। কাল দুপুরে অ্যাকাডেমি চত্বরে বিশিষ্টদের প্রতিবাদ।বিজেপির বিরুদ্ধে হেনস্থার অভিযোগে কাল প্রতিবাদ সভায় থাকবেন ব্রাত্য বসু, শুভাপ্রসন্ন, জয় গোস্বামী। থাকবেন যোগেন চৌধুরীর মতো বিশিষ্টরা। এরইমধ্যে  শনিবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে চিঠি দেন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য। তিনি লিখেছেন,শুধু বাংলা নয়, গোটা দেশের গর্ব অমর্ত্য সেন। অর্থনৈতিক এবং রাজনৈতিক বিষয়ে তাঁর দৃষ্টিভঙ্গি আলাদা হতে পারে, কিন্তু সেজন্য এমন একজন ব্যক্তিত্বকে কালিমালিপ্ত করার অপচেষ্টা ঠিক নয়। সম্প্রতি একটি মহল থেকে দাবি করা হয়, অমর্ত্য সেনের বাড়ির জমির কিছুটা অংশ বিশ্বভারতীর এক্তিয়ারভুক্ত। এনিয়ে বিতর্ক শুরু হতেই বৃহস্পতিবার সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'আপনারা কি বিশ্বাস করেন, অমর্ত্য সেনের এমন কোনও দিনও আসবে, যে তাঁকে শান্তিনিকেতনে জমি দখল করতে হবে! অমর্ত্য সেন আদর্শগত ভাবে বিজেপির বিরুদ্ধে বলে তাঁর বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলে যাবে, এটা বাংলার মানুষ সহ্য করবে না। আমি বাংলার হয়ে ক্ষমা চাইছি। ক্ষমা করবেন অমর্ত্যদা, আপনাদের মতো মানুষকেও এরা সম্মান দিতে জানেন না। আমি দুঃখিত।' এর আগে শুক্রবার নোবেলজয়ী অর্থনীতিবিদকে একটি চিঠিও পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন,'কিছু অনুপ্রবেশকারী আপনার পারিবারিক সম্পত্তি নিয়ে ভিত্তিহীন অভিযোগ তুলছে। আমি এতে ব্যথিত। বিশ্বভারতীতে এই জমি বিতর্কে ব্যথিত অর্মত্য সেন। ABP Ananda কে দেওয়া এর এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন এ কথা । বিষ্ময়প্রকাশ করে নোবেলজয়ী অর্থনীতিবিদ বলেন, তাঁর শান্তিনিকেতনের বাড়ি ‘প্রতীচী’ ৮০ বছর আগের বাড়ি। তাঁর বাবা বাজার থেকে জমি কেনেন। সেই জমিরএকাংশ বিশ্বভারতীর বলে সম্প্রতি দাবি করে শাসকশিবির-ঘনিষ্ঠ একটি মহল। 'কিন্তু এতদিন পরে কেন হঠাৎ এই বিতর্ক?’ প্রশ্ন তুলেছেন তিনি।‘বাজার থেকে কেনা জমি, ৫০ বছর পর হঠাৎ কেন বিতর্ক?’ তিনি আরও বলেন, ‘এই আজগুবি ভাবনা রাজনৈতিক কারণকেই উস্কানি দিচ্ছে। এর পিছনে রাজনৈতিক কারণ আছে, মুখ্যমন্ত্রীর চিঠি পড়ে মনে হল।’ তিনি আরও জানান, বিশ্বভারতীর একটি অংশ জমি জবরদখল করে রেখে বাড়ি তৈরির অভিযোগ আনলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে এখনও লিখিত আকারে কোনও অভিযোগ তিনি পাননি বলেই জানান অমর্ত্য সেন। নোবেলজয়ী বলেন, ‘আমাদের কোনও চিঠি দেয়নি বিশ্বভারতী। কিছু জানাননি উপাচার্য। যাঁর বাড়ি তাঁকে কিছু না জানিয়ে অন্যত্র বলা হচ্ছে, ৫০ বছর পরে হঠাৎ বিশ্বভারতীর উপাচার্যের চেঁচামেচি। এর মধ্যে একটা ছোটলোকামি আছে।’ তিনি মনে করেন, ‘ উপাচার্য এই ব্যাপারে নিজে কথা বলছেন না। তিনি বলছেন, তাঁর অফিসে অনেক বড় বড় লোক আছে। তাঁর অফিসেরই কেউ কেউ এ ধরনের কথা বলছে।' নোবেলজয়ী এও মনে করেন, কেন্দ্রীয় সরকারের রাজনীতিতে মদত দিচ্ছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তিনি স্পষ্ট করেই বলেন, ‘এই ছোটোলোকামি ঢাকা যাচ্ছে না’। এদিন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষও এই বিতর্কে মুখ খুলেছেন। তিনি বলেছেন, আমরা অমর্ত্যবাবুর থেকে কিছু আশা করি না। আমরা ওনাকে সম্মান করি। উনি যেন একটি গোষ্ঠীর মুখপাত্র না হন। কোনও পার্টির হয়ে কথা বলা উচিত নয়। তাহলে তো আমরা ভাবব,ভুল লোককে পুরস্কার দেওয়া হল? মন্তব্য দিলীপ ঘোষের।  বিজেপি নেতা বলেছেন,  মানুষ তো ওঁর কাছ থেকে বুদ্ধি নেবে। উনি যদি এক অসফল মুখ্যমন্ত্রীর কথায় চলেন, স্বাভাবিকভাবেই মানুষ তখন ভাববে। উনি তো কম্যুনিস্ট ভাবধারার মানুষ। তাঁরাই সবক্ষেত্রে রাজনীতি শুরু করেছেন। শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি শুরু করেছে।উনি আশপাশের লোকেদের থেকে সাবধান হোন। অমর্ত্যবাবুর আশীর্বাদধন্য সরকার রাজ্যে হিংসা চালাচ্ছে। এক ধাপ এগিয়ে বিজেপি নেতা সায়ন্তন ঘোষ বলেছেন, অমর্ত্য সেনের কথার সঙ্গে ল্যান্ড মাফিয়াদের কথার মিল পাওয়া যাচ্ছে।বিজেপির এ ধরনের মন্তব্যের প্রতিক্রিয়ায় রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বলেছেন, অমর্ত্য সেন জানেন ওনার কী করা উচিত। এই ধরনের মন্তব্য বন্ধ হওয়া দরকার। বিজেপির উচিত দলীয় কর্মীদের সতর্ক করা।
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Jalpaiguri News: দ্বিতীয়ায় হকার উচ্ছেদ অভিযান, 'কেন বারবার এই অত্যাচার ?', লাঠির আঘাত, আটক ব্যবসায়ী
দ্বিতীয়ায় হকার উচ্ছেদ অভিযান, 'কেন বারবার এই অত্যাচার ?', লাঠির আঘাত, আটক ব্যবসায়ী
INDW vs BANW Live: টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত পাকিস্তান অধিনায়কের, প্রথমে ফিল্ডিং করবেন স্মৃতি, হরমনপ্রীতরা
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত পাকিস্তান অধিনায়কের, প্রথমে ফিল্ডিং করবেন স্মৃতি, হরমনপ্রীতরা
Delhi Doctor Murder Update : ‘খুন করতে পারলে মেয়ের সঙ্গে বিয়ে দেব’, দিল্লির ডাক্তারকে খুন করার সুপারি দিয়েছিল নার্সের স্বামী !
স্ত্রীর সঙ্গে সম্পর্ক আছে বলে সন্দেহ, দিল্লির ডাক্তারকে খুন করার সুপারি দিয়েছিল নার্সের স্বামী !
New Star in Sky: রাতের আকাশে এবার নয়া নক্ষত্র, টেক্কা দেবে ধ্রুবতারাকে
রাতের আকাশে এবার নয়া নক্ষত্র, টেক্কা দেবে ধ্রুবতারাকে
Advertisement
ABP Premium

ভিডিও

Kalyan Banerjee: 'কর্মবিরতি করছেন আবার হাজিরা খাতায় সই করে স্টাইপেন্ড নিচ্ছেন', কল্যাণের নিশানায় জুনিয়র ডাক্তাররাPark Street Police Station: এবার পার্ক স্ট্রিট থানার রেস্ট রুমে মহিলার শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত এসআইJoynagar News: জয়নগরকাণ্ডে কাঠগড়ায় পুলিশ, সহযোগিতার পরিবর্তে মারধরের অভিযোগJoynagar News: 'পুলিশের সহযোগিতা পেলে মেয়েটাকে বিসর্জন দিতে হত না', CBIতদন্ত চাইল জয়নগরের বালিকার পরিবার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jalpaiguri News: দ্বিতীয়ায় হকার উচ্ছেদ অভিযান, 'কেন বারবার এই অত্যাচার ?', লাঠির আঘাত, আটক ব্যবসায়ী
দ্বিতীয়ায় হকার উচ্ছেদ অভিযান, 'কেন বারবার এই অত্যাচার ?', লাঠির আঘাত, আটক ব্যবসায়ী
INDW vs BANW Live: টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত পাকিস্তান অধিনায়কের, প্রথমে ফিল্ডিং করবেন স্মৃতি, হরমনপ্রীতরা
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত পাকিস্তান অধিনায়কের, প্রথমে ফিল্ডিং করবেন স্মৃতি, হরমনপ্রীতরা
Delhi Doctor Murder Update : ‘খুন করতে পারলে মেয়ের সঙ্গে বিয়ে দেব’, দিল্লির ডাক্তারকে খুন করার সুপারি দিয়েছিল নার্সের স্বামী !
স্ত্রীর সঙ্গে সম্পর্ক আছে বলে সন্দেহ, দিল্লির ডাক্তারকে খুন করার সুপারি দিয়েছিল নার্সের স্বামী !
New Star in Sky: রাতের আকাশে এবার নয়া নক্ষত্র, টেক্কা দেবে ধ্রুবতারাকে
রাতের আকাশে এবার নয়া নক্ষত্র, টেক্কা দেবে ধ্রুবতারাকে
Posthumous Reproduction: ক্যান্সার কেড়ে নিয়েছে তরতাজা ছেলেকে, সারোগেসিতে সন্তানের শুক্রাণু ব্যবহারে মা-বাবাকে অনুমতি দিল আদালত
ক্যান্সার কেড়ে নিয়েছে তরতাজা ছেলেকে, সারোগেসিতে সন্তানের শুক্রাণু ব্যবহারে মা-বাবাকে অনুমতি দিল আদালত
Madhabi Puri Buch: ব্যক্তিগত স্বার্থ রক্ষার্থে পক্ষপাতিত্ব? আদানিদের বিরুদ্ধে তদন্তে ঢিলেমির অভিযোগ, SEBI প্রধানকে তলব করল PAC
ব্যক্তিগত স্বার্থ রক্ষার্থে পক্ষপাতিত্ব? আদানিদের বিরুদ্ধে তদন্তে ঢিলেমির অভিযোগ, SEBI প্রধানকে তলব করল PAC
Malda News: গঙ্গার গর্ভে তলিয়ে যাচ্ছে জমি, ফের নদী ভাঙন মালদায়, আতঙ্কে স্থানীয়রা
গঙ্গার গর্ভে তলিয়ে যাচ্ছে জমি, ফের নদী ভাঙন মালদায়, আতঙ্কে স্থানীয়রা
Junior Doctors Protest: ঘড়ি হাতে নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন জুনিয়র ডাক্তাররা, কেন ঘড়ি ? কী জানালেন তাঁরা
ঘড়ি হাতে নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন জুনিয়র ডাক্তাররা, কেন ঘড়ি ? কী জানালেন তাঁরা
Embed widget