Parliament News: আজ শীতকালীন অধিবেশনের শুরুতেই সংসদে 'আদানি-ঝড়ের' ইঙ্গিত
ABP Ananda Live: আজ শীতকালীন অধিবেশনের শুরুতেই সংসদে 'আদানি-ঝড়ের' ইঙ্গিত। ঘুষকাণ্ডে আলোচনা চেয়ে সর্বদল বৈঠকে সরব কংগ্রেস। আদানি থেকে মণিপুর, সোচ্চার হতে পারে বিরোধীরা। আজ তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক। আদানি নিয়ে দলীয় অবস্থান স্পষ্ট করতে পারেন মমতা। রদবদল নিয়ে আলোচনার সম্ভাবনা। থাকবেন অনুব্রত, আমন্ত্রণ পেলেন না সুখেনদুশেখর। ঝাড়খন্ডে ক্ষমতায় ইন্ডিয়া জোট। রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি পেশ হেমন্ত সোরেনের। ২৮ নভেম্বর শপথগ্রহণ। উপনির্বাচনে ছয় আসনেই জয়। পিছোচ্ছে কংগ্রেস, ব্যর্থতা স্বীকার করে, ইন্ডিয়া জোটের নেত্রী হিসেবে সামনে আনা উচিত মমতাকে। বার্তা কল্যাণের। গুরুত্বে নারাজ কংগ্রেস। শিশুমেলার দখল নিয়ে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে ঘাটালে তুলকালাম। বৈঠক চলাকালীন দেবের সামনেই দু-পক্ষের সংঘর্ষ, ঝরল রক্ত! হাতাহাতি থেকে লাঠি, বাঁশ নিয়ে মারপিঠ। শাসক-কোন্দলে তপ্ত ঘাটাল। বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন দেব। পরিকল্পনামাফিক সব করা হল, দাবি প্রাক্তন তৃণমূল বিধায়ক শঙ্কর দলুইয়ের।
![Congress News: কংগ্রেস ছেড়ে তৃণমূলে গিয়ে ফের 'হাত' ধরলেন প্রণব-পুত্র](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/13/0cd1c3a7c53287fe917e949ffe7fbf151739411665626535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Supreme Court: ভোটের আগে বিভিন্ন রাজনৈতিক দলের অনুদানের প্রতিশ্রুতি, কটাক্ষ সুপ্রিম কোর্টের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/13/f56ae5c43548b27616ea71c3949362fb1739410226716535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![WB Budget:শেষ পূর্ণাঙ্গ বাজেটে বাড়ল না লক্ষ্মীর ভাণ্ডার, ২৬-র ভোটের আগে বাড়তে পারে লক্ষ্মীর ভাণ্ডার?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/13/4eafb35a7ad2a4ad1f6c0a6e1229ca221739409719177535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![WB Budget 2025: পূর্ণাঙ্গ বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/13/4bdd5140f91060d85cac3c9c0abb0ec41739409146015535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![WB Budget : আমরা যা বলি, কথা রাখি। প্রতিশ্রুতি পূরণ করে না কেন্দ্র। নিশানা মুখ্যমন্ত্রীর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/13/bd2f87ff8c3ce6400eb7a9e315d3a7d91739386610848535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)