Delhi Airport: উড়ানের আগের মুহূর্তে উড়ো ফোন, বিমানে বোমা রয়েছে বলে দাবি, উত্তেজনা দিল্লি বিমানবন্দরে
Delhi IGI Airport Bomb Threat: বৃহস্পতিবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ওই উড়ো ফোন আসে বলে জানা গিয়েছে।
নয়াদিল্লি: উড়ো ফোন ঘিরে ফের বোমাতঙ্ক (Bomb Threat)। তার জেরে দিল্লিতে আটকে পড়ল বিমান। দিল্লি বিমানবন্দরে চলছে তল্লাশি (Delhi Airport)। উড়ানের ঠিক কয়েক মুহূর্তে আগে ফোন আসে বলে জানা গিয়েছে। তাতে বিমানে বোমা রয়েছে বলে দাবি করেন জনৈক ব্যক্তি। তার পরই তড়িঘড়ি বিমানের উড়ান আটকানো হয়। নামানো হয় সব যাত্রীদের। বিমানবন্দরে দাঁড় করিয়ে তল্লাশি চলছে।
উড়ানের ঠিক কয়েক মুহূর্তে আগে ফোন আসে বলে জানা গিয়েছে
বৃহস্পতিবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ওই উড়ো ফোন আসে বলে জানা গিয়েছে। বিমান বন্দর সূত্রে খবর, এ দিন সন্ধেয় ফোন আসে। তাতে বিমানে বোমা রয়েছে বলে দাবি করা হয়। বিমানটির দিল্লি বিমান বন্দর থেকে সন্ধে সাড়ে ৬টা নাগাদ পুণেপ উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। তার কয়েক মুহূর্তে আগেই ফোন আসে। তড়িঘড়ি বিমানটির উড়ান আটকানো হয়।
A call regarding a bomb in Pune-bound Spicejet flight from Delhi was received before the takeoff. CISF & Delhi Police are on alert. Flight being checked at Delhi Airport: Delhi Police pic.twitter.com/nQLrtSOqlv
— ANI (@ANI) January 12, 2023
বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, ফোন পাওয়ার পর বিমানটির উড়ান আটকানো হয় প্রথমে। তার পর খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডে। বোম্ব স্কোয়াডের আধিকারিকরা তন্ন তন্ন করে খুঁজে দেখেছেন। কিন্তু বিমানে বোমার হদিশ মেলেনি। সন্দেহজনক কিছুও এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তাও ভাল করে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। বিমানবন্দরে আধা সামরিক বাহিনী CISF এবং দিল্লি পুলিশের একটি দলও উপস্থিত রয়েছে। যাত্রীদের আগেই বিমান থেকে নামিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
ফোনে কে বোমা রয়েছে বলে দাবি করল, কোথা থেকে ফোনটি এল, তা যদিও জানা যায়নি এখনও পর্যন্ত। তবে দিল্লি বিমানবন্দরের এক আধিকারিক বলেন, "মনে হচ্ছে ভুয়ো ফোন ছিল। কিন্তু বিমানে তল্লাশি চালানো দরকার। সবদিক থেকে নিশ্চিত হয়ে তবেই উড়ান সম্ভব। তবে এখনও পর্যন্ত সন্দেহজনক কিছুই মেলেনি।"
বিমানে বোমা নিয়ে বার বার উড়ো ফোন
গত দুই দিনে এই নিয়ে স্পাইস জেটের বিমানকে ঘিরে দ্বিতীয় বার এমন ঘটনা সামনে এল। এর আগে, বুধবারই দিল্লি বিমানবন্দরে সংস্থার একটি বিমানে যাত্রীদের উঠতে বাধা দেওয়া হয়। তার আগে, ১০ জানুয়ারি দিল্লি থেকে বেঙ্গালুরুগামী SG 8133 বিমানটিকে নিয়ে অন্য অভিযোগ ওঠে। জানা যায়, বোর্ডিং গেটে এক ঘণ্টারও বেশি দাঁড় করিয়ে রাখা হয় যাত্রীদের। তা নিয়ে সংস্থার কাছে জবাবদিহিও করেছে দেশের বেসামরিক উড়ান পরিষেবা সংস্থা।
তবে বোমাতঙ্ককে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে। কারণ সোমবারই রাশিয়ার মস্কো থেকে গোয়াগামী একটি চার্টার্ড বিমানকে সম্প্রতি মাঝ আকাশ থেকে ঘুরিয়ে জামশেদপুর নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে। জানা যায়, বিমানে বোমা রয়েছে বলে ফোন হুমকি আসে। তবে দীর্ঘ ক্ষণ তল্লাশি চালিয়েও বিমান থেকে সন্দেহজনক কিছু মেলেনি। প্রায় ১২ ঘণ্টা পর বিমানটি ফের রওনা দেয়।