এক্সপ্লোর
Advertisement
২ মাসে ২ বার? জুলাইয়ে সেরে ওঠেন, ফের করোনা আক্রান্ত বেঙ্গালুরুর এই মহিলা
এক মাস পর ফের তাঁর শরীরে করোনার হালকা লক্ষণ ধরা পড়েছে, চিকিৎসকরা নিশ্চিত করেছেন, আবার করোনা হয়েছে তাঁর।
বেঙ্গালুরু: বেঙ্গালুরুর এক ২৭ বছরের তরুণী ১ মাসের ব্যবধানে পরপর দু’বার করোনা আক্রান্ত হলেন। ফর্টিস হাসপাতাল এই খবরের সত্যতা স্বীকার করে নিয়েছে। বেঙ্গালুরুতে এই প্রথম কেউ দ্বিতীয়বার করোনা আক্রান্ত হলেন।
ফর্টিস হাসপাতাল জানিয়েছে, জুলাই মাসে ওই মহিলা করোনা আক্রান্ত হন। কিছুদিন চিকিৎসার পর সুস্থ হয়েওঠেন তিনি, টেস্টের ফল নেগেটিভ আসে, তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু এক মাস পর ফের তাঁর শরীরে করোনার হালকা লক্ষণ ধরা পড়েছে, চিকিৎসকরা নিশ্চিত করেছেন, আবার করোনা হয়েছে তাঁর।
এই প্রথম নয়, দেশের নানা জায়গা থেকে করোনায় দ্বিতীয়বার সংক্রমণের খবর এসেছে। ২৫ অগাস্ট তেলঙ্গানার স্বাস্থ্যমন্ত্রী এটালা রাজেন্দর জানিয়েছেন, ২ জনের শরীরে দ্বিতীয়বার করে দেখা দিয়েছে করোনা। তবে গণস্বাস্থ্য বিভাগের ডিরেক্টর জি শ্রীনিবাস রাও জানিয়েছেন, এই দুই রোগী অ্যাসিম্পটম্যাটিক। মুম্বইয়ের এক হাসপাতালের ৪ রেসিডেন্ট চিকিৎসকও দ্বিতীয়বারের জন্য করোনা আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। তবে এক বরিষ্ঠ চিকিৎসক জানিয়েছেন, তাঁরা ফের নতুন করে আক্রান্ত হয়েছেন, না আগের সংক্রমণই এখনও চলছে, পরিষ্কার নয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement