Bangladesh: বাংলায় পর পর জালে জঙ্গি | নেপথ্যে কাঁটাতারহীন সীমান্ত ? | ABP ANANDA LIVE
ABP ANANDA LIVE: জলঙ্গি, রানিনগর থেকে ভগবানগোলা--মুর্শিদাবাদে ভারত-বাংলাদেশ সীমান্তের অনেক জায়গাতেই নেই কোনও কাঁটাতারের বেড়া। গোয়েন্দা সূত্রে খবর, বর্তমান পরিস্থিতিতে এই এলাকা দিয়ে অনেক অনুপ্রবেশ ঘটেছে ভারতে। আর এখানেই আশঙ্কা, এদের মধ্যে জঙ্গিরাও এদেশে ঢুকে পড়েনি তো? এখনও পর্যন্ত আনসারুল্লা বাংলা টিমের একাধিক ধৃত জঙ্গির মুর্শিদাবাদ কানেকশন বেরনোয় উঠছে প্রশ্ন।
অসম STF-এর অভিযানে গ্রেফতার হল আরও এক জঙ্গি! অসমের ধুবড়ির থেকেই শাহিনুর ইসলাম নামে ওই জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ২ টি বই। অপারেশন প্রঘাতে, এই নিয়ে, অসম STF-এর জালে ধরা পড়ল আনসারুল্লা বাংলা টিমের ১১ জঙ্গি।
জলঙ্গি, রানিনগর থেকে ভগবানগোলা-- মুর্শিদাবাদে ভারত-বাংলাদেশ সীমান্তের অনেক জায়গাতেই নেই কোনও কাঁটাতারের বেড়া। গোয়েন্দা সূত্রে খবর, বর্তমান পরিস্থিতিতে এই এলাকা দিয়ে অনেক অনুপ্রবেশ ঘটেছে ভারতে। আর এখানেই আশঙ্কা, এদের মধ্যে জঙ্গিরাও এদেশে ঢুকে পড়েনি তো? এখনও পর্যন্ত আনসারুল্লা বাংলা টিমের একাধিক ধৃত জঙ্গির মুর্শিদাবাদ কানেকশন বেরনোয় উঠছে প্রশ্ন।
আগামী শিক্ষাবর্ষ থেকে রাজ্যের সব প্রাথমিক স্কুলে চালু হতে চলেছে ক্রেডিট বেসড সেমিস্টার ব্যবস্থা। প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বছরে ২টি করে পরীক্ষা হবে বলে জানালেন পর্ষদ সভাপতি। জুনে হবে প্রথম সেমিস্টার, ডিসেম্বরে দ্বিতীয়টা। প্রাথমিক শিক্ষা পর্ষদের তৈরি করে দেওয়া প্রশ্নপত্র অনুযায়ী হবে পরীক্ষা।