Cancer Treatment: ক্যান্সারের চিকিৎসায় নয়া আবিষ্কার, সাত মিনিটে কর্কট রোগের মুসকিল আসান
Cancer Injection: ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিস এমন একটি ইনজেকশন চালু করতে চলেছে, যা দেশটির শত শত ক্যান্সার রোগীকে আশার আলো দেখাতে পারে।
নয়া দিল্লি: ক্যান্সারের (Cancer) চিকিৎসায় এবার নয়া আবিষ্কার। ‘সাত মিনিটের ক্যান্সার চিকিৎসা’ শুরু হচ্ছে ইংল্যান্ডে। সংবাদসংস্থা রয়টার্সের (Reuters) তরফে জানান হয়েছে, ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিস এমন একটি ইনজেকশন চালু করতে চলেছে, যা দেশটির শত শত ক্যান্সার রোগীকে আশার আলো দেখাতে পারে। ক্যান্সার চিকিৎসায় তিন চতুর্থাংশ পর্যন্ত কমিয়ে আনতে পারে এটি।
রোগীকে শিরাপথের পরিবর্তে "ত্বকের নীচে" ইনজেকশনের মাধ্যমে ইমিউনোথেরাপি ড্রাগ অ্যাটেজোলিজুমাব ওষুধটি দেওয়া হবে। অ্যাটেজোলিজুমাব ইনজেকশনটিকে টেসেন্ট্রিকও বলা হয়। এটি একটি মনোক্লোনাল অ্যান্টিবডি ওষুধ, যা ক্যান্সার রোগীদের শরীরের ইমিউনিটি শক্তিশালী করতে সাহায্য করে। এই ওষুধ রোগীদের শিরায় দেওয়া হয়। একটি ড্রিপের মাধ্যমে সরাসরি রোগীর শিরায় পৌঁছে যায় ওষুধ।
এত দিন শিরার মাধ্যমে রোগীর দেহে ওষুধ পৌঁছানোর ক্ষেত্রে প্রায় ৩০ মিনিট থেকে এক ঘণ্টা পর্যন্ত সময় লাগতো। অনেক রোগীর ক্ষেত্রে আবার বেশি সময়ও লেগে যায়। তবে নতুন পদ্ধতিতে এখন এই ওষুধ শিরার পরিবর্তে ত্বকের নিচে ইনজেক্ট করা হবে। এই নতুন ভ্যাকসিন মাত্র সাত মিনিটেই সেই কাজ করে দেবে।
আরও পড়ুন, সমুদ্রের তলদেশেও 'গ্লোবাল ওয়ার্মিং'? রেকর্ড হারে তাপমাত্রা বৃদ্ধিতে নতুন বিপদসঙ্কেত!
এরইমধ্যে ইংল্যান্ডের হাজার হাজার ক্যান্সার রোগী অ্যাটেজোলিজুমাবের চিকিৎসায় উপকৃত হয়েছেন । এই চিকিৎসায় ক্যানসার ফিরে আসার ঝুঁকি অনেকটাই কমে বলে জানিয়েছেন চিকিৎসকরা। অ্যাটেজোলিজুমাব একটি ইমিউনোথেরাপি ওষুধ, যা রোগীর দেহে ক্যান্সার কোষ খুঁজে বের করতে এবং তা ধ্বংস করতে সক্ষম। এটি বর্তমানে ফুসফুস, স্তন, লিভার এবং মূত্রাশয়-সহ বিভিন্ন ধরনের ক্যান্সারে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়।
ওয়েস্ট সাফোল্ক এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্ট হাসপাতালের কনসালট্যান্ট অনকোলজিস্ট (ক্যানসার বিশেষজ্ঞ) ড. আলেকজান্ডার মার্টিন বলেছেন, এই ইনজেকশনটি শুধু রোগীদের জন্যই সুবিধাজনক নয় আমরাও সারা দিনে আরও বেশি সংখ্যক রোগীর চিকিৎসা দিতে পারব।