এক্সপ্লোর
ভাড়ায় নেওয়া চালক গাড়ি নিয়ে পালিয়েছে, থানায় অভিযোগ অধ্যাপিকার
পুলিশ সূত্রে খবর, ইন্টারনেটের মাধ্যমে যে ড্রাইভার সেন্টারের সঙ্গে ফোনে যোগাযোগ করেছিলেন অধ্যাপিকা, তার এখন কোনও অস্তিত্ব নেই।
![ভাড়ায় নেওয়া চালক গাড়ি নিয়ে পালিয়েছে, থানায় অভিযোগ অধ্যাপিকার Car fraud allegation against a driver ভাড়ায় নেওয়া চালক গাড়ি নিয়ে পালিয়েছে, থানায় অভিযোগ অধ্যাপিকার](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/11/12162527/kol-car-theft-new.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: ভাড়ায় নেওয়া এক গাড়ি চালক তাঁর গাড়ি নিয়ে পালিয়েছেন। সঙ্গে নিয়ে গিয়েছেন ল্যাপটপ, মোবাইল ফোন, ওয়ালেট সহ আরও নানা কিছু। এক ড্রাইভার সেন্টার থেকে নেওয়া গাড়ি চালকের বিরুদ্ধে এই অভিযোগ করলেন জনৈক অধ্যাপিকা।
অভিযোগকারী সোমঋতা চক্রবর্তী বেসরকারি কলেজে পড়ান। তাঁর বক্তব্য, এক ড্রাইভার সেন্টার থেকে চালক ভাড়া করেন তিনি। গতকাল সকালে অফিস যাওয়ার পথে ওষুধের দোকানে যান। নগদের প্রয়োজন হওয়ায় ওয়ালেট আনতে এসে দেখেন, গাড়ি সহ চালক উধাও। অভিযোগকারীর দাবি, গাড়িতে তাঁর ল্যাপটপ, মোবাইল ফোন, ওয়ালেট ও গুরুত্বপূর্ণ বেশ কিছু কাগজপত্র রয়েছে। গতকালই পাটুলি থানায় অভিযোগ দায়ের করেন তিনি।
পুলিশ সূত্রে খবর, ইন্টারনেটের মাধ্যমে যে ড্রাইভার সেন্টারের সঙ্গে ফোনে যোগাযোগ করেছিলেন অধ্যাপিকা, তার এখন কোনও অস্তিত্ব নেই। ওই ড্রাইভার সেন্টার আগে যিনি চালাতেন, তাঁর খোঁজ মিলেছে বলে পুলিশ সূত্রে দাবি। সেই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে অভিযুক্তদের খোঁজ পাওয়ার চেষ্টা চলছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)