Partha Chatterjee: আবারও খারিজ জামিনের আর্জি, এবার জেলে গিয়ে পার্থকে জিজ্ঞাসাবাদ করতে চায় CBI
SSC Case: CBI-এর দাবি, নিয়োগ দুর্নীতি মামলায় নতুন তথ্য হাতে এসেছে গোয়েন্দাদের।
কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) জিজ্ঞাসাবাদের আর্জি। তাঁকে জেরা করতে চায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আদালতে সেই মর্মে আবেদন জমা দিল তারা। CBI-এর দাবি, নিয়োগ দুর্নীতি মামলায় নতুন তথ্য হাতে এসেছে গোয়েন্দাদের। তাই জেলে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। আদালতে পার্থর জামিনের বিরোধিতাও করেছে CBI. তাতে আবারও হেফাজতের মেয়াদ বাড়ল পার্থর। (SSC Case)
পার্থকে ফের জিজ্ঞাসাবাদ করতে চেয়ে আলিপুর আদালতে আবেদন জানাল CBI. গোয়েন্দারা জানিয়েছেন, নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে নতুন তথ্য রাতে পেয়েছেন তাঁরা। সেগুলি যাচাই করতে পার্থকে ফের জিজ্ঞাসাবাদ প্রয়োজন। পাশাপাশি, CBI-এর আইনজীবী জানান, পার্থ নিয়োগ দুর্নীতির মূলচক্রী। সেই জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। প্রেসিডেন্সি ডেলে বন্দি রয়েছেন পার্থ। সেখানে গিয়ে তাঁকে জেরা করতে চান গোয়েন্দারা।
বুধবারও আদালতে জামিনের আর্জি জানান পার্থর আইনজীবী। কিন্তু তার বিরোধিতা করেন CBI-এর আইনজীবী। তাতে ফের খারিজ হয়য়ে যায় পার্থকর জামিনের আবেদন। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত জেলেই থাকতে হবে তাঁকে। জানান, তদন্তের অগ্রগতি রিপোর্ট নিয়মিত তুলে ধরছেন গোয়েন্দারা। কাজ চলছে ঠিকঠাক ভাবেই। তাতেই নতুন তথ্য হাতে এসেছে। তাই আবারও পার্থকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এর প্রেক্ষিতে পার্থ জানান, তদন্তে এযাবৎ পূর্ণ সহযোগিতা করেছেন তিনি। আগামী দিনেও করবেন। তবে কী নতুন তথ্য হাতে পেয়েছেন গোয়েন্দারা, সে ব্যাপারে কিছু জানা নেই তাঁর।
আরও পড়ুন: Recruitment Case: ED তলবে সাড়া! সকালেই CGO কমপ্লেক্সে পৌঁছলেন অভিষেক-পত্নী রুজিরা
নিয়োগ দুর্নীতিতে ১৫ দিন অন্তর পার্থকে আদালতে পেশ করার পাশাপাশি, তদন্তের অগ্রগতির রিপোর্টও জমা দেয় CBI. কলকাতা হাইকোর্টেও জমা দেওয়া হয় আদালত। এদিন শুনানি চলাকালীন আবারও CBI-র ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। তদন্তকারী অফিসার ঘুমিয়ে রয়েছেন কিনা, প্রশ্ন ওঠে। তার প্রেক্ষিতে তদন্তকারীদের আইনজীবী জানান, ঘুমিয়ে নেই আধিকারিক। তাতেই তদন্ত সঠিক পথে চলছে।
এক বছরের বেশি সময় ধরে জেলবন্দি রয়েছেন পার্থ। জিজ্ঞাসাবাদের পর প্রথম তাঁকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তার পর হেফাজতে নেয় সিবিআই। এদিন পার্থ বলেন, "আমি সবসময় সব কাজে সহযোগিতা করি। আমি শুনিনি নতুন তথ্য পেয়েছে বলে।" সম্প্রতি ফিরহাদ হাকিম, রথীন ঘোষের বাড়িতে তল্লাশি নিয়েও এদিন প্রতিক্রিয়া চাওয়া হয়। কিন্তু মন্তব্য করেননি পার্থ।