PM Modi: 'পহেলগাঁওয়ের ঘটনায় জম্মু-কাশ্মীরের উন্নতি থামবে না, এটা নরেন্দ্র মোদির প্রতিশ্রুতি'
Jammu and Kashmir News : চেনাব নদীর ওপর বিশ্বের সর্বোচ্চ রেলসেতুর উদ্বোধন করে কাটরার অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।

কাটরা : সন্ত্রাসবাদে সরাসরি মদত দেওয়ায় পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রতিবেশী রাষ্ট্র জম্মু ও কাশ্মীরের অর্থনীতিতে আঘাতে হেনে পর্যটকদের নিরুৎসাহিত করার চেষ্টা করেছিল বলে সুর চড়ান তিনি। চেনাব নদীর ওপর বিশ্বের সর্বোচ্চ রেলসেতুর উদ্বোধন করে কাটরার অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। সেখানেই ওঠে পাক-প্রসঙ্গ। পহেলগাঁওয়ে পাক-মদতপুষ্ট জঙ্গিরা হামলা চালিয়ে ২৬ জন নিরীহের প্রাণ কেড়ে নিয়েছে। যার পর উপত্যকার পর্যটন ব্যবস্থায় ভাঁটা পড়েছে। সে প্রসঙ্গ উত্থাপন করে প্রধানমন্ত্রী বলেন, "পাকিস্তান মানবতা, পর্যটন ও কাশ্মীরের মানুষের রুজি-রুটির বিরুদ্ধে। তাই পহেলগাঁওয়ে পর্যটকদের আক্রমণ করেছে।"
প্রধানমন্ত্রী বলেন, "দুর্ভাগ্যক্রমে, আমাদের প্রতিবেশী দেশে মানবতা, এমনকী গরিবের জীবন-ধারণের বিরুদ্ধে। ২২ এপ্রিল পহেলগাঁওয়ে যা ঘটেছে তারই নমুনা এটা। পাকিস্তান পহেলগাঁওয়ে ইনসানিয়াত ও কাশ্মীরিয়াতের উপর আক্রমণ করেছে। ভারতের সাম্প্রদায়িক অশান্তি ছড়ানো এবং কাশ্মীরের কঠোর পরিশ্রমী মানুষের রোজগারে বাধা দেওয়াই ছিল তাদের উদ্দেশ্য। তাই কাশ্মীরে পর্যটকদের আক্রমণ করেছিল পাকিস্তান। পাকিস্তান সেই পর্যটনকে টার্গেট করেছিলে, যে পর্যটনের উপর নির্ভর করে কাশ্মীরের মানুষ জীবন-ধারণ করেন।"
#WATCH | Katra, J&K | Prime Minister Narendra Modi says, "... Unfortunately, our neighbouring country is against humanity and even the livelihood of the poor. What happened in Pahalgam on 22 April is an example of this. Pakistan attacked both 'insaniyat and Kashmiriyat' in… pic.twitter.com/m2sP4VubzT
— ANI (@ANI) June 6, 2025
প্রধানমন্ত্রী বলেন, "জম্মু ও কাশ্মীর এত বেশি ধ্বংস দেখেছিল যে এখানকার মানুষ স্বপ্ন দেখাই থামিয়ে দিয়েছিলেন। ওঁরা সন্ত্রাসকেই নিজেদের ভাগ্য হিসাবে ধরে নিয়েছিলেন। আমরা তাঁদের সেই পরিস্থিতি থেকে বের করে এনেছি। এখানকার মানুষ দেখতে চান, জম্মু ও কাশ্মীর যেন আবার শ্যুটিং স্পট হয়ে উঠছে। ওঁরা এখানটাকে স্পোর্টস হাব হিসাবে দেখতে চান।"
#WATCH | Katra, J&K | Prime Minister Narendra Modi says, "J&K had seen so much destruction that the people here had stopped dreaming. They had accepted terrorism as their fate. We have brought them out of this situation… The people here now want to see Jammu & Kashmir again… pic.twitter.com/lW2poSA5AL
— ANI (@ANI) June 6, 2025পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর আজ প্রথমবার জম্মু কাশ্মীরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশ্বের সর্বোচ্চ আর্চ রেলসেতু- চেনাব সেতু উদ্বোধন করেন তিনি। এদিনই তাঁর হাত ধরে উদ্বোধন হল দেশের প্রথম কেবল রেলসেতু অঞ্জী ব্রিজের।
#WATCH | Katra, J&K | Prime Minister Narendra Modi says, "Jammu & Kashmir's development will not be shaken by the Pahalgam attack. This is Narendra Modi's promise. If anyone stops the youth here from fulfilling their dream, 'to us baadha ko pehle Modi ka saamna karna padega'." pic.twitter.com/s8AVNPI6LJ
— ANI (@ANI) June 6, 2025এর পাশাপাশি কাতরা ও শ্রীনগরের মধ্যে বন্দে ভারত পরিষেবারও উদ্বোধন করেন তিনি। কাশ্মীর উপত্যকা ও জম্মু এলাকার মধ্যে প্রথম ট্রেন পরিষেবা।






















