Chhattisgarh News : সরকারের কাজ প্রচার না করলে তাদের নামে পাতিলেবু-বলি ! হুমকি বিজেপি সাংসদের
কালা জাদু করে দেওয়ার হুমকি দিলেন বিজেপি সাংসদ, তাও আবার প্রকাশ্যে।
নয়াদিল্লি : এগোচ্ছে পৃথিবী। এগোচ্ছে দেশ। আর তারই মধ্যে ছত্তীসগঢ়ে একের পর এক ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে পুঁথিগত শিক্ষা, আলো পৌঁছে দিতে পারছে না অনেকের মধ্যেই। কালা-জাদুর প্রতি বিশ্বাস ছড়িয়ে পড়ছে এ রাজ্যের গ্রামগঞ্জ থেকে শহরে। এবার তো স্বয়ং বিজেপি সাংসদের মুখেও শোনা গেল কালা-জাদুর দাওয়াই। গত কয়েক মাসে একের পর এক অপরাধের, হত্যা, আত্মহত্যার পিছনে উঠে এসেছে কালা-জাদুর তত্ত্ব। আর আবার কালা জাদু করে দেওয়ার হুমকি দিলেন বিজেপি সাংসদ, তাও আবার প্রকাশ্যে।
কাঙ্কেরের বিজেপি সাংসদ ভোজরাজ নাগ একটি সভায় বক্তব্য রাখছিলেন। দৈনিক ভাস্করের রিপোর্ট অনুসারে, সেখানে তিনি বলেন, কেন্দ্র ও রাজ্যের অনেক প্রকল্পের কথা মানুষের মধ্যে সেভাবে পৌঁছাচ্ছে না। তার কারণ বেশ কিছু লোক অবহেলা করেই সরকারের প্রকল্পের সুবিধেগুলি মানুষকে জানাচ্ছে না। আর যারা এই কাজ করছে না, তাদেরকে দিলেন কালা জাদু করে দেওয়ার হুমকি ! বললেন, এই কাজ না করলে তাদের নামে পাতিলেবু বলি দেওয়া হবে। অনেকেরই বিশ্বাস, এই ধরনের ক্রিয়াকলাপ ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদুর সঙ্গে সম্পর্কিত।
NDTV র রিপোর্ট অনুসারে, ছত্তীসগড়ে একের পর কালা-জাদু সম্পর্কিত ঘটনা ঘটে চলেছে। বেশ কয়েকটি নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়়িয়ে পড়ছে কালা জাদুর তত্ত্ব, মানুষের মনে ঢুকে থাকা গভীর কুসংস্কার। ১৫ সেপ্টেম্বর সুকমা জেলার ইটকাল গ্রামে পুলিশ কনস্টেবল মৌসম বুচ্চা ও তার পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়। অভিযুক্তদের বিশ্বাস,এই পরিবার কালা-জাদু চর্চা করত। একইভাবে গত ১২ সেপ্টেম্বর বালোদাবাজারে ডাইনি সন্দেহে একই পরিবারের চার সদস্যকে হত্যা করা হয়। ছারচেদ গ্রামের একটি পরিবারের বাচ্চা অসুস্থ হয়ে পড়েছিল । তাদের সন্দেহ ছিল,তাদের এক প্রতিবেশী ব্ল্যাক ম্যাজিক করছিল। এই সন্দেহের বশেই প্রতিবেশীর পরিবারকে নির্মম ভাবে হত্যা করা হয়। পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে। এ ধরনের ঘটনা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। গত ৫ অক্টোবর, রায়পুরের কাছে নিনওয়া গ্রামে, বছর পঞ্চান্নর ভুবনেশ্বর যাদব নামে এক ব্যক্তি মন্দিরে গিয়ে নিজের গলা কেটে ফেলেন আত্মবলিদান স্বরূপ ! NDTV র রিপোর্ট অনুসারে, মে মাসে আবার বলরামপুরে একজন তার বড় ছেলেকে বলি দেয়, ভগবানকে তুষ্ট করতে ! এভাবে একের পর এক ঘটনা ঘটেই চলেছে ছত্তীসগঢ়ে। পরিসংখ্যান রীতিমতো গা শিউরে ওঠার মতো। ২০২০ র জানুয়ারি থেকে এ বছর জুন মাস পর্যন্ত শুধু ছত্তীসগঢ়েই কুসংস্কার সম্পর্কিত ৫৪ টি হত্যার অভিযোগ উঠেছে। প্রতি বছর, রাজ্যে কুসংস্কারের জন্য ২০০ টিরও বেশি হিংস্র ঘটনা ঘটে । ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি) অনুসারে, ২০২১ সালে, ছত্তীসগঢ়ে দেশের সবচেয়ে বেশি সংখ্যক কালা-জাদু সংক্রান্ত অপরাধের ঘটনার উল্লেখ পাওয়া যায়।
২০০৫ সালে, ছত্তীসগঢ় সরকার কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করার জন্য "Tonhi Harassment Act" এনেছিল। কিন্তু একের পর এক ঘটনা চোখে আঙুন দিয়ে দেখিয়ে দিচ্ছে শুধু আইন আনাই যথেষ্ট নয় ! আরও কঠোর পদক্ষেপ প্রয়োজন।
আরও পড়ুন :