এক্সপ্লোর
Advertisement
কোভিড-১৯ এর ভ্যাকসিন তৈরি করছে চিন, প্রথম ক্লিনিকাল ট্রায়াল হবে পাকিস্তানি রোগীদের ওপর! দাবি পাক সাংবাদিকের
সাদিয়ার দাবি, এই ক্লিনিকাল পরীক্ষা যদি পাকিস্তানে হয় এবং তাতে সাফল্য আসে, তবে তারাই একেবারে সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে সবার আগে ওই ভ্যাকসিন পাবে।
নয়াদিল্লি: কোভিড-১৯ অতিমারী সংক্রমণে গোটা বিশ্বে মৃত্যুমিছিল অব্যাহত। কী করে তাকে রোধ করে ভয়াবহ বিপদ থেকে মানবজাতিকে রক্ষা করা যায়, সেজন্য প্রতিষেধক ভ্যাকসিন আবিষ্কারে গবেষণা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। এর মধ্যেই চমকে দেওয়া দাবি করলেন এক পাকিস্তানি টিভি সাংবাদিক। পাকিস্তানের জলসম্পদ সংক্রান্ত ফেডেরাল মন্ত্রীর স্ত্রী, সাদিয়া আফজল নামে ওই সাংবাদিক জানিয়েছেন, চিন ইতিমধ্যেই করোনাভাইরাসের ভ্যাকসিন বের করার লক্ষ্যে অনেকটা এগিয়ে গিয়েছে, প্রথম তারা যে গুটিকয়েক দেশকে সেটি দেবে, তাদের মধ্যে আছে পাকিস্তান!
BIG BREAKING!! EXCLUSIVE!!
China has developed COVID-19 vaccine and Pakistan is going to receive it pretty SOON making Pakistan one of the first few countries in the world to launch COVID-19 vaccine! NIH Exectuive Director Gen. Aamer Ikram confirms!! pic.twitter.com/wOEOrny403
— Saadia Afzaal (@SaadiaAfzaal) April 22, 2020
একটি চিনা কোম্পানি পাকিস্তানের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথকে (এনআইএইচ) চিঠি দিয়ে ভ্যাকসিন প্রোগ্রাম চালু করার ব্যাপারে জানিয়েছে বলে দাবি সাদিয়া। তিনি টেলিভিশনের পর্দায় এনআইএইচের চেয়ারপার্সনের সঙ্গে কথা বলার একটি ভিডিও ট্যুইটারে পোস্টও করেছেন। সাদিয়ার অনুষ্ঠানে একটি চিঠি দেখানো হয়, যাতে তথাকথিত এই ভ্যাকসিন কর্মসূচির পরীক্ষামূলক প্রয়োগ বা ট্রায়াল শুরু হতে ন্যূনতম তিন মাস সময় লাগবে বলে উল্লেখ করা হয়েছে। ওই কোম্পানি পাকিস্তানের রোগীদের ওপর প্রথম ক্লিনিকাল পরীক্ষা করার প্রস্তাব দিয়েছে বলেও লেখা আছে চিঠিতে। আরও বলা হয়েছে, চিন প্রথম ও দ্বিতীয় পর্যায়ের টেস্টের জন্য ক্লিনিকাল ট্রায়াল ও রোগীদের বাছাই করার আবেদন করেছে।
সাদিয়ার দাবি, এই ক্লিনিকাল পরীক্ষা যদি পাকিস্তানে হয় এবং তাতে সাফল্য আসে, তবে তারাই একেবারে সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে সবার আগে ওই ভ্যাকসিন পাবে।
ঘটনা হল, বিশ্বে কোথাও এখনও করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের দাবি ওঠেনি। কোনও ভ্যাকসিনকে বিজ্ঞানীরা মানুষের ব্যবহারের সম্পূর্ণ উপযুক্ত, নিরাপদ বলে ঘোষণা করার আগে অনেকগুলি পরীক্ষার ধাপ পেরতে হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement