UK Cinema Hall: সিনেমা হলে নোংরা ছড়ানোর অভিযোগ, ব্রিটেনে মাঝপথে বন্ধ করা হল ভারতীয় ছবি, বলা হল, ‘আচরণ মানুষের মতো নয়’
Viral Video: ব্রিটেনের যে সিনেমা হলে এই ঘটনা ঘটেছে, সেখানে তেলুগু ছবি ‘hari Hara Veera Mallu’ দেখানো হচ্ছিল।

লন্ডন: সিনেমা হলে মাঝপথে ভারতীয় ছবির প্রদর্শন বন্ধ হয়ে গেল ব্রিটেনে। রঙিন কাগজ উড়িয়ে সিনেমা হল নোংরা করার অভিযোগ। দর্শকদের এমন আচরণে রুষ্ট হন সিনেমা হল কর্তৃপক্ষ। আর তাতেই মাঝপথে ছবি বন্ধ করে দেওয়া হয় বলে জানা যাচ্ছে। দর্শকাসনে বসে থাকা ভারতীয়দের সঙ্গে সিনেমা হলের কর্মীদের কথা কাটাকাটির একটি ভিডিও সামনে এসেছে, যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। (UK Cinema Hall)
ব্রিটেনের যে সিনেমা এই ঘটনা ঘটেছে, সেখানে তেলুগু ছবি ‘hari Hara Veera Mallu’ দেখানো হচ্ছিল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। তবে দর্শকাসনে বসে থাকা লোকজনকে মূলত ভারতীয় হিসেবেই চিহ্নিত করা গিয়েছে। দেখা গিয়েছে, সিনেমা হলের মেঝেয় রঙিন কাগজ, আরও অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। (Viral Video)
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিও-য় দেখা গিয়েছে, মেঝেময় কাগজ ছড়িয়ে রয়েছে। সামনের স্ক্রিনটি ছবিটির একটি দৃশ্যে আটকে রয়েছে। দর্শকাসনে বসে থাকা লোকজনের সঙ্গে কথা কাটাকাটি চলছে দু’জনের। কেন সিনেমা হল নোংরা করা হচ্ছে, এমন আচরণ, প্রশ্ন করছে তাঁরা। পাশ থেকে হাসি, ঠাট্টার শব্দও কানে আসছে। দর্শকাসনে বসে থাকা লোকজনকে সতর্কও করেন ওই দুই যুবক। তাঁদের একজনকে বলতে শোনা যায়, "এ কেমন আচরণ। হলে আসবেন, সিনেমা দেখবেন, বাড়ি যাবেন। কিন্তু এ তো মানুষের মতো আচরণ নয়!" দর্শকাসন থেকে একজনকে বলতে শোনা যায়, "আওয়াজ আসছে না। আওয়াজ বাড়ান।" এতে ওই কর্মী বলেন, "সমস্যা হলে অবশ্যই বলবেন। কিন্তু এটা ভাল আচরণ নয়।" এক দর্শককে বলতে শোনা যায়, "আমরা জানতাম না।" তাতে সিনেমা হলের ওই কর্মী বলে, "এটা তো সাধারণ জ্ঞান!"
A group of people threw confetti during a screening of Hari Hara Veera Mallu in the UK, disrupting the show. The staff rightly stopped the film and called them out. This kind of hooliganism is unacceptable and deserves strong condemnation. pic.twitter.com/hPfXuPlLXj
— Meru (@MeruBhaiya) July 24, 2025
ভিডিও-টি সামনে আসতেই জোর চর্চা শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিদেশ থেকে বিদ্বেষপূর্ণ মন্তব্য উড়ে আসে যেমন, তেমনই ভারতীয়দের অনেকেও বিষয়টি ভাল ভাবে নেননি। একজন লেখেন. ‘ওদের ঘাড় ধরে বের করে দেওয়া হল না কেন?’ আর এক জন লেখেন, ‘সত্যিই ইংল্যান্ড এটা?’ তৃতীয় একজন লেখেন, ‘ভারতের থিয়েটারেও এমন দৃশ্য দেখিনি কখনও। সিনেমা হলও আজকাল নোংরা না করে চলছে না দেখছি’।
সিনেমা হলে এমন আচরণ কাম্য নয় বলে মন্তব্য করেছেন অনেকেই। ভিডিও-টি ৩০ লক্ষের বেশি মানুষ দেখেছেন। বহু মানুষ সেই নিয়ে মতামতও জানিয়েছেন নিজস্ব। সিনেমা হলের কর্মীরা ঠিকই করেছেন বলে মত তাঁদের। যাঁরা নোংরা করেছেন, তাঁদের দিয়েই পরিষ্কার করানো উচিত বলে মনে করছেন অনেকেই। কিছু মানুষের এমন আচরণের জন্য বিদেশে ভারতীয়দের বদনাম হয় বলে মত তাঁদের। কেউ কেউ বলছেন, ভারতে সিনেমা হলে গিয়ে হল্লা করার রেওয়াজ থাকলেও, বিদেশে সেসব হয় না। তাই অন্য দেশে গিয়ে সেদেশের নিয়মকানুন মেনে চলা উচিত সকলের।






















