Mamata Banerjee: ‘INDIA’ নামেই চেনে গোটা বিশ্ব, বললেন মমতা, এবার কি দেশের নাম BJP হবে, প্রশ্ন কেজরিওয়ালেরও
India or Bharat: মঙ্গলবার কলকাতার একটি অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন মমতা। সেখানেই দেশের নাম পাল্টে দেওয়ার জল্পনা নিয়ে মুখ খোলেন।
নয়াদিল্লি: সব ভাষায় দেশের নাম পাল্টে শুধুমাত্র 'ভারত' করার সপক্ষে দাবি উঠছিল বেশ কিছু দিন ধরেই। জি-২০ সম্মেলনের আগে রাষ্ট্রপতি স্বাক্ষরিত চিঠিতে ইতিমধ্যেই 'India'-র পরিবর্তে 'ভারত' লেখা হয়েছে। শোনা যাচ্ছে, সংসদের পাঁচদিন ব্যাপী বিশেষ অধিবেশনেও দেশের নাম পাল্টে শুধু 'ভারত' করার বিল আনতে চলেছে কেন্দ্র। সেই নিয়ে এবার মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কেন্দ্রীয় সরকার ইতিহাস পাল্টে দিচ্ছে বলে মন্তব্য করলেন তিনি। (India or Bharat)
মঙ্গলবার কলকাতার একটি অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন মমতা। সেখানেই দেশের নাম পাল্টে দেওয়ার জল্পনা নিয়ে মুখ খোলেন। এদিন মমতা বলেন, "আজ আমি শুনলাম, India নামও পাল্টে দিচ্ছে। মাননীয়া রাষ্ট্রপতির নামে জি-২০ সম্মেলনের যে কার্ড তৈরি হয়েছে, তাতে 'ভারত' লেখা রয়েছে। ভারত তো আমরা বলিই! এতে নতুনত্ব কী রয়েছে? কিন্তু ইংরেজিতে ইন্ডিয়া বলি, ইন্ডিয়া, ইন্ডিয়ান কনস্টিটিউশন। হিন্দিতে ভারত বলা হয়, ভারত আমরাও বলি।"
দেশের নাম বদল নিয়ে যে জল্পনা জোর পেয়েছে রাষ্ট্রপতির নিমন্ত্রণপত্রকে ঘিরে, তা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মমতা বলেন, "ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো...গাই না আমরা! নতুন করে তো কিছু করার নেই! গোটা বিশ্ব দেশকে India নামে চেনে। হঠাৎ কী এমন হল যে দেশের নাম পাল্টে দিতে হবে! এবার তো কবিগুরুর নামও পাল্টে দেবে ওরা! বিখ্যাত সব সৌধের নাম এমনিতেই পাল্টে দিচ্ছে। পাল্টে দিচ্ছে ইতিহাসও।"
Changing the name of the country of 140 crore people because of INDIA Alliance is a betrayal: Delhi CM Arvind Kejriwal#PresidentOfBharat #India #Bharat #presidentofindia pic.twitter.com/eU0CW4EwN2
— Anchor Manish Kumar (@manishA20058305) September 5, 2023
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বক্তব্য, "খবর আমার কানেও এসে পৌঁছেছে। কেন নাম পাল্টানো হচ্ছে? বিরোধী জোটের নাম I.N.D.I.A হয়েছে বলেই কি? জোটের নাম বলে দেশের নামই পাল্টে দেবে? ধরুন বিরোধী জোটের নাম কাল যদি পাল্টে ভারত রাখা হয়, তাহলে কি আবার নাম পাল্টে দেবে ওরা? তার পর কি ভারতের নাম BJP রাখা হবে? এ কি ধরনের কথা? এত বড় দেশ, এত বছরের ইতিহাস, এত পুরনো সংস্কৃতি। বিরোধী জোটের নামে ভোট কমে যাওয়ার ভয়ে দেশের নাম বদলে দিচ্ছে। দেশের ১৪০ কোটি মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা হচ্ছে তো!"
আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডাও এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, “ ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’র পরিবর্তে ‘প্রেসিডেন্ট অফ ভারত’ ব্যবহারে প্রশ্ন তো উঠবেই! বিতর্ক হওয়াও উচিত। এভাবে India-র উপর কোন যুক্তিতে আঘাত হানছে বিজেপি? এই দেশ কোনও রাজনৈতিক দলের ব্যক্তিগত সম্পত্তি নয়। ১৪০ কোটি ভারতীয়ের দেশ।আমাদের জাতীয় পরিচয় কী হবে, তা বিজেপি ঠিক করবে না। যখন তখন তাদের মর্জি অনুযায়ী পাল্টে যাবে না আমাদের পরিচিতি।”
বিজেপি-র তরফে 'India' পরিবর্তে ইংরেজিতে 'Bharat' লেখার সমর্থনে যদিও ইতিমধ্যেই প্রচার শুরু হয়ে গিয়েছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'ভারতীয় প্রজাতন্ত্র-আমাদের সভ্যতা দৃঢ় পদক্ষেপে অমৃতকালের দিকে এগোচ্ছে দেখে আনন্দ হচ্ছে,, গর্ববোধ করছি'। সেপ্টেম্বরে সংসদের বিশেষ অধিবেশনে সেই মর্মে বিলও পেশ হবে বলে খবর।