Adhir Chowdhury : লোকসভা থেকে সাসপেন্ড অধীর চৌধুরী
Adhir Suspend Lok Sabha: অসংসদীয় আচরণের জন্য সাসপেন্ড করা হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে
নয়াদিল্লি: লোকসভা থেকে সাসপেন্ড অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। অসংসদীয় আচরণের জন্য সাসপেন্ড করা হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে (Congress)।
প্রিভিলেজ কমিটির রিপোর্ট আসা পর্যন্ত সাসপেন্ড অধীর
প্রিভিলেজ কমিটির রিপোর্ট আসা পর্যন্ত সাসপেন্ড অধীর। মূলত লোকসভায় ক্রমাগত বিশৃঙ্খলা তৈরির অভিযোগেই অধীর চৌধুরীকে সাসপেন্ড করা হয়েছে।'ক্ষমা চাইতে বলেছিলাম, কিন্তু রাজি হননি কংগ্রেস সাংসদ', অধীরকে সাসপেন্ড করে সংসদীয় মন্ত্রীকে বললেন অধ্যক্ষ। প্রসঙ্গত, মণিপুর ইস্যুতে সদ্য প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন অধীর চৌধুরী। নীরব মোদির প্রসঙ্গ টেনে নরেন্দ্র মোদিকে তীব্র কটাক্ষ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি।
'মণিপুরের ঘটনা দেখে মনে হচ্ছে নীরব মোদি আমাদের মধ্যেই আছেন'
অধীর বলেন, 'টাকা লুঠ করে নীরব মোদি পালিয়েছিলেন। কেন্দ্রীয় সরকার তাঁকে ছুঁতেও পারেনি। আমি ভেবেছিলাম নীরব মোদি ধরাছোঁয়ার বাইরে চলে গেছেন। মণিপুরের ঘটনা দেখে মনে হচ্ছে নীরব মোদি আমাদের মধ্যেই আছেন। নরেন্দ্র মোদিই 'নীরব' মোদি হয়ে মুখে কুলুপ এঁটে বসে আছেন। মোদির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বিতর্কে মন্তব্য করেছিলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা। আর এবার এদিন পাল্টা কটাক্ষ আসে মোদির তরফে। তবে মোটেই কড়া ভাষায় নয়, বরং কমেডির সুরেই এদিন মোদির নিশায় পড়েন অধীর।
'অধীরবাবুর প্রতি আমার পূর্ণ সমবেদনা'
নরেন্দ্র মোদি এদিন বলেন, 'এবার অধীরবাবুকে বলতেই দিল না তাঁর দল।' মোদির সংযোজন,'কংগ্রেস অধীর চৌধুরীকে বারবার অপমান করে, হয়তো কলকাতা থেকে কোনও ফোন এসেছিল। অধীরবাবুর প্রতি আমার পূর্ণ সমবেদনা', বলে বিরোধী জোটকে কটাক্ষ নরেন্দ্র মোদির। এখানেই শেষ নয়, এদিন মোদি আরও বলেন, 'অধীর চৌধুরীকে সাইড লাইন করছে দল।' পাশাপাশি 'গুড়কে গোবর করতে পারেন অধীর', এমনও তোপ দাগতে শোনা যায় প্রধানমন্ত্রীকে।
আরও পড়ুন, 'দিল্লিতে একসঙ্গে, অথচ বাংলায় TMC-র বিরুদ্ধেই সিপিএম-Congress', খোঁচা মোদির
কংগ্রেস সাংসদকে সাসপেন্ড করার প্রস্তাব এনেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী
মূলত এদিন কংগ্রেস সাংসদকে সাসপেন্ড করার প্রস্তাব এনেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। তিনি এদিন অধীর চৌধুরীর সাসপেনশন প্রস্তাব তুলে বলেছিলেন, 'সংসদে অসংসদীয় মন্তব্য করেছেন অধীর চৌধুরী। পরবর্তী তদন্তের জন্য এই বিষয়টি প্রিভিলেজ কমিটির কাছে পাঠানো হোক। এই কমিটির রিপোর্ট জমা না দেওয়া পর্যন্ত, তাঁকে সাসপেন্ড করা হোক।' অবশেষে এদিন শেষ অবধি অসংসদীয় আচরণের জন্য সাসপেন্ড করা হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতিকে।