(Source: ECI/ABP News/ABP Majha)
Jairam Ramesh: ‘কারা মমতাকে পরামর্শ দিচ্ছেন জানি না’, লাগাতার আক্রমণে এবার মুখ খুললেন কংগ্রেস নেতা
I.N.D.I.A Alliance:মমতার প্রতি সুর নরমই রেখেছিলেন জয়রাম। কিন্তু এবার সেই তিনিই মমতার দাবি ভুল প্রমাণিত হবে বলে মন্তব্য করলেন।
কলকাতা: জোটবদ্ধ হয়ে নয়, বাংলায় একা লড়াইয়ের ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুধুমাত্র বাংলার মধ্যে সীমাবদ্ধ না থেকে, জাতীয় স্তরেও কংগ্রেসকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূলনেত্রী। আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেস ৪০ আসনও পাবে কিনা সন্দেহ রয়েছে বলে জানিয়েছেন। সেই নিয়ে এবার মমতাকে জবাব দিলেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা জয়রাম রমেশ (Jairam Ramesh)। কারা মমতাকে পরামর্শন দিচ্ছেন, সেই নিয়ে প্রশ্ন তুললেন তিনি।
I.N.D.I.A জোট মমতাকে ছাড়া চলতে পারে না বলে একাধিক বার জানিয়েছেন জয়রাম। এমনকি অধীররঞ্জন চৌধুরীর জন্যই কংগ্রেসের সঙ্গে জোটে যাওয়া সম্ভব নয় বলে যখন লাগাতার সুর চড়াচ্ছিল তৃণমূল, সেই সময়ও মমতার প্রতি সুর নরমই রেখেছিলেন জয়রাম। কিন্তু এবার সেই তিনিই মমতার দাবি ভুল প্রমাণিত হবে বলে মন্তব্য করলেন। (I.N.D.I.A Alliance)
সংবাদমাধ্যমে জয়রাম বলেন, "জানি না আসন নিয়ে কারা পরামর্শ দিচ্ছেন মমতাকে। কংগ্রেস এবং তৃণমূল, দুই দলই বিজেপি-বিরোধী I.N.D.I.A জোটের শরিক। মতানৈক্য দূরে সরিয়ে রেখে বিজেপি-র বিরুদ্ধে লড়াই করতে হবে। এটা বিধানসভা নির্বাচন নয়, লোকসভা নির্বাচনের জন্য এই জোট।" শুধু বাংলাই নয়, 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' নিয়ে রাহুল গাঁধী উত্তরপ্রদেশেও যাবেন বলে জানান জয়রাম। রাহুল উত্তরপ্রদেশ কেন যাচ্ছেন না, একদিন আগে প্রশ্ন তুলেছিলেন মমতা, তার জবাব দিলেন জয়রাম। (Lok Sabha Elections 2024)
#WATCH | Pakur, Jharkhand | On West Bengal CM Mamata Banerjee's statement, Congress General Secretary in-charge Communications, Jairam Ramesh says, "...We will definitely go to Uttar Pradesh. Mamata Banerjee should not have any doubt in her mind. Bharat Jodo Nyay Yatra will be in… pic.twitter.com/oIDCC7LbRm
— ANI (@ANI) February 3, 2024
আরও পড়ুন: Mamata Banerjee: ‘এক দেশ, এক নির্বাচন’ নিয়ে বৈঠক, সোমবার দিল্লি যাচ্ছেন মমতা
এদিন জয়রাম বলেন, "আজ ২১তম দিনে ঝাড়খণ্ডে রয়েছি। এর পর ওড়িশা, ছত্তীসগঢ় হয়ে অবশ্যই উত্তরপ্রদেশ যাব। মমতাদির মনে কোনও সন্দেহ থাকা উচিত নয়। ১১ দিন আমরা উত্তরপ্রদেশে থাকব। তার পর মধ্যপ্রদেশ, গুজরাত হয়ে ২০ মার্চের মধ্যে মুম্বইয়ে যাত্রা শেষের পরিকল্পনা রয়েছে আমাদের।"
মমতা বার বার যেভাবে কংগ্রেসকে আক্রমণ করছেন, তারও সমালোচনা করেন জয়রাম। তাঁর কথায়, "উনি কংগ্রেসকে নিয়ে অনেক কথা বলেছেন। সেই নিয়ে কিছু বলতে চাইছি না আমি। উনি বার বার বলছেন যে উনি I.N.D.I.A জোটের শরিক। আমরাও বলছি, আমরা I.N.D.I.A জোটেই রয়েছি। আমাদের কর্তব্য জোটকে আরও মজবুত করে তোলা। আমরা বিজেপি-র বিরুদ্ধে, RSS-এর মতাদর্শের বিরুদ্ধে লড়ছি। নিজেদের রাজনৈতিক যে মতভেদ রয়েছে রাজ্যস্তরে, জাতীয় স্তরের কথা ভেবে I.N.D.I.A জোট তৈরি হয়েছে। তাই সেদিকে নজর দেওয়া উচিত।"