এক্সপ্লোর
Advertisement
সীমিত পরিমাণ অ্যালকোহলে সুস্থ থাকে হার্ট, বলছে নতুন গবেষণা
গবেষকদের মতে, অতিরিক্ত অ্যালকোহল সেবনের ফল মারাত্মক হতে পারে ঠিকই, হবে অল্প পরিমাণে বিয়ার বা হুইস্কি হার্টের পক্ষে ভাল।
মুম্বই: অ্যালকোহল সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর! এই সতর্কবাণী সবসময় আমাদের আশেপাশে থাকে। তবে এই জাতীয় পানীয়র মধ্যে বিয়ারে অ্যালকোহলের মাত্রা তুলনামূলক কম। আর গরম কালে কনকনে ঠান্ডায় বিয়ার মগে চুমুক দিতে অনেকেই ভালবাসেন। কিন্তু তা কতটা স্বাস্থ্যকর? প্রশ্নটাও আসে ঘুরে ফিরে। তবে গবেষণা বলছে, রোজ অল্প পরিমাণে বিয়ার আয়ুবৃদ্ধিতে সাহায্য করে। নেদারল্যান্ডের এক বিশ্ববিদ্যালয়ের রিসার্চ বলছে, প্রতিদিন আধ পাঁইট বিয়ার সেবন করলে, অন্য কোনও অসুখ না থাকলে ৯০ এর কোঠায় পৌঁছাতে পারে মানুষ।
ইউরোপের thesun.co.uk ওয়েবসাইট –এ প্রকাশিত হয়েছে এই তথ্য। ওই রিসার্চে দাবি করা হয়েছে, এই গবেষণা চালানো হয়েছে সাড়ে ৫ হাজার মানুষের উপর। তাঁদের প্রত্যেকেরই ২ দশকের উপর অ্যালকোহল সেবনের অভ্যেস আছে। গবেষকদের মতে, অতিরিক্ত অ্যালকোহল সেবনের ফল মারাত্মক হতে পারে ঠিকই, হবে অল্প পরিমাণে বিয়ার বা হুইস্কি হার্টের পক্ষে ভাল।
তবে এই রিসার্চ কোনওভাবেই নতুন করে অ্যালকোহল-আকৃষ্ট হতে বলছে না।
ন্যাশনাল হেলথ সার্ভিস-এর নির্দেশিকা বলছে, সপ্তাহে ৬ পাঁইটের বেশি বিয়ার সেবন ঠিক নয়। ওয়াইন সপ্তাহে থাকুক ৬ গ্লাসের মধ্যে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement