School Reopen: দেশের সব রাজ্যে স্কুল কি খুলবে? এবার নয়া অ্যাডভাইসরি জারি করতে পারে কেন্দ্র
School Reopen Center New Advisory: সূত্রের খবর, ১৫ থেকে ১৮ বছর বয়সীদের ভ্যাকসিনেশনে অগ্রগতি দেখে কেন্দ্র স্কুল খোলার বিষয়ে ভাবছে।
নয়া দিল্লি: দেশের সব রাজ্যে স্কুল খোলা নিয়ে অ্যাডভাইসরি জারি করতে পারে কেন্দ্রীয় সরকার। সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা ANI জানিয়েছে, কী ব্যবস্থা নিয়ে স্কুল খোলা যেতে পারে সে বিষয়ে ন্যাশনাল এক্সপার্ট গ্রুপের কাছে পরামর্শ চেয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। সূত্রের খবর, ১৫ থেকে ১৮ বছর বয়সীদের ভ্যাকসিনেশনে অগ্রগতি দেখে কেন্দ্র স্কুল খোলার বিষয়ে ভাবছে। তবে কীভাবে, কবে থেকে স্কুল খোলা হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব রাজ্যগুলির ওপরই ছাড়ার পক্ষপাতী কেন্দ্র, এমনটাই সূত্রের খবর।
এদিকে, স্কুল খোলা নিয়ে সিদ্ধান্ত জানাতে হাইকোর্টে সময় চাইল রাজ্য। কলকাতা হাইকোর্টে এক সপ্তাহ সময় চাইল রাজ্য সরকার। রাজ্য সরকারের আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। ‘স্কুল খোলার জন্য আগ্রহী রাজ্য সরকারও। ১৫-১৮ বছর বয়সীদের টিকাকরণ হয়েছে। কিন্তু, ১৫ বছরের নীচে কারও ভ্যাকসিনেশন হয়নি। শিশুদের বিষয়ে আমাদের অতিরিক্ত দায়িত্বশীল হতে হবে। আমরা পাড়ায় শিক্ষালয় প্রকল্প চালু করছি। বিশেষজ্ঞদের মতামতও নেওয়া হচ্ছে।" হাইকোর্টে জানাল রাজ্য।১৪ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি, এমনটাই জানা গিয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে এবার আন্দোলনে অধ্যাপকরাও। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ, মিছিল অধ্যাপকদের। সব খোলা কেন বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, প্রশ্ন অধ্যাপকদের। উপাচার্য মারফত রাজ্য সরকারকে স্মারকলিপি। এছাড়াও, ছাত্র বিক্ষোভের জেরে ফের উত্তাল বিশ্বভারতী। ক্যাম্পাস খোলা সহ ১২ দফা দাবিতে আজ সকালে বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ে ডেপুটেশন দিতে গেলে নিরাপত্তা কর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কি হয় পড়ুয়াদের। উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুরু হয় বিক্ষোভ। এ নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
অন্যদিকে, অভিনব উপায়ে রাস্তায় নেমে স্কুল খোলার দাবি জানালেন একটি স্কুলের শিক্ষক শিক্ষিকা ও পড়ুয়ারা। আজ সকালে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে প্ল্যাকার্ড হাতে নিয়ে রাস্তায় নামেন সেন্ট পিটার্স স্কুলের শিক্ষক ও পড়ুয়ারা। পথচারীদের তাঁরা মাস্ক পরতে বলেন। মাস্ক বিলিও করা হয়। তাঁদের যুক্তি, মাস্ক পরলে করোনা কমবে, তাহলেই খুলবে স্কুল। দুর্গাপুর পুরসভার মেয়রও এই কর্মসূচির সময় উপস্থিত ছিলেন।
Education Loan Information:
Calculate Education Loan EMI