Covid19 Update: করোনা আতঙ্কের জের, হৃদরোগে মৃত রোগীর দেহ পড়ে রইল ১৮ ঘণ্টা
আজ শুক্রবার সকালে অন্ডাল থানা খবর পায়। খবর যায় বিডিওর কাছে।
বর্ধমান: করোনা আবহে হৃদরোগে মৃত রোগীকে নিয়েও হয়রানির শিকার পরিবার। করোনা আতঙ্ক এমন জায়গায় পৌঁছেছে যে হৃদরোগে আক্রান্তের মৃতদেহও বাড়িতে পড়ে রইল প্রায় ১৮ ঘণ্টা। সংক্রমণের ভয়ে সাহায্যের হাত বাড়ালো না কোনও প্রতিবেশী। এই ঘটনা ঘটেছে পশ্চিম বর্ধমানের অন্ডালের উখড়া শফিক নগরে। মৃতের পরিবারে অভিযোগ, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বিকেল ৪টে নাগাদ বছর ৪৮-এর লখিন্দর সিংহের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়।
তিনি বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। কিন্তু তারপরে আর কারও সাহায্য পায়নি। করোনা আতঙ্কে প্রতিবেশীরা কেউ মৃতদেহ সত্কারের জন্য এগিয়ে আসেননি। বাড়িতে মৃতের স্ত্রী ও দুই ছোট ছেলে মেয়ে রয়েছে। তাই একা হাতে সব ব্যবস্থা করা সম্ভব হয়নি স্ত্রীর। আজ শুক্রবার সকালে অন্ডাল থানা খবর পায়। খবর যায় বিডিওর কাছে। শেষপর্যন্ত আজ সকাল ১০টায় বিডিও ও পুলিশের উদ্যোগে মৃতদেহ সত্কারের ব্যবস্থা হয়।
ইতিমধ্যেই ২০ হাজারের গণ্ডি টপকে রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ ২১ হাজার ছুঁইছুইঁ। বৃহস্পতিবারের রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ২০ হাজার ৮৩৯ জন। এই সময়পর্বে মারণ ভাইরাস প্রাণ কেড়েছে ১২৯ জন রাজ্যবাসীর। একলাফে ১ হাজার ৫২৯ জন বেড়ে এই মুহূর্তে রাজ্যে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৩০ হাজার ২১৩ জনে।
আশঙ্কার মাঝে অবশ্য স্বস্তির খবরও যথেষ্ট। গত একদিনে রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ হাজার ১৮১ জন। যার ফলে এই মুহূর্তে রাজ্যে করোনামুক্তির হার পৌঁছে গেল ৮৬.৬৮ শতাংশে।