Corona Vaccine: টিকা না নিলে মুচলেকা দেওয়ার নির্দেশ স্বাস্থ্য কর্মীদের
১৬ জানুয়ারি থেকে সারা দেশের পাশাপাশি এ রাজ্যেও করোনা টিকাকরণ শুরু হয়।এ রাজ্যে কোভিশিল্ডের পর এসেছে কোভ্যাক্সিন। হায়দরাবাদের ভারত বায়োটেক আর আইসিএমআর-এর তৈরি কোভ্যাক্সিন।
ঝিলম করঞ্জাই, কলকাতা: এবার করোনা টিকা না নিলে স্বাস্থ্য কর্মীদের লিখিত মুচলেকা জমা দেওয়া বাধ্যতামূলক করল স্বাস্থ্য দফতর। সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ পাঠাল স্বাস্থ্য ভবন। বয়ান কেমন হবে সেটা নির্দিষ্ট করে দিয়ে ওই নির্দেশের সঙ্গে পাঠিয়েছে স্বাস্থ্য দফতর। লিখিত মুচলেকাতে টিকা নিতে অস্বীকার করা ওই স্বাস্থ্য কর্মীকে এও জানাতে হব যে ভবিষ্যতে তিনি করোনা টিকার দাবি করবেন না।
লিখিত নির্দেশে জানানো হয়েছে যে চলতি মাসের ২০ তারিখ অবধি করোনার প্রথম দফার টিকাকরণ চলবে। তাই, চলতি সপ্তাহেই সমস্ত অনিচ্ছুক স্বাস্থ্য কর্মীদের তালিকা তৈরি করতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। শুধু তালিকা নয়, এর সঙ্গেই ওই সমস্ত কর্মীদের লিখিত মুচলেকাও জমা করার নির্দেশ পাঠানো হয়েছে। বেশ কিছু জেলাতে আগামী তিনদিনের মধ্যে এই কাজ শেষ করতে বলা হয়েছে।
১৬ জানুয়ারি থেকে সারা দেশের পাশাপাশি এ রাজ্যেও করোনা টিকাকরণ শুরু হয়।এ রাজ্যে কোভিশিল্ডের পর এসেছে কোভ্যাক্সিন। হায়দরাবাদের ভারত বায়োটেক আর আইসিএমআর-এর তৈরি কোভ্যাক্সিন। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ভ্যাকসিনগুলিকে বাগবাজারের স্টোরে মজুত রাখা আছে।
কোভিশিল্ডের দ্বিতীয় দফার ডোজের জন্য টিকা তৃতীয় কনসাইনমেন্ট আসছে ১৩ ফেব্রুয়ারি। শনিবার বিশেষ বিমানে আসছে ৫ লাখ ৭৩ হাজার ডোজ আসছে। ৪৮ টা বিশেষ প্যাকেটে। অন্যদিকে আজ রাজ্যজুড়ে করোনা টিকাকরণের ২১তম দিনে পড়ল। ৬১২টি কেন্দ্রে টিকাকরণ হয়েছে। সন্ধে পৌনে আটটা অবধি ২৭ হাজার ৩৮২ জনকে টিকাকরণ হয় বলে স্বাস্থ্য দফতর জানিয়েছে। তখন অবধি কারোও বিরূপ প্রতিক্রিয়া হওয়ার খবর নেই বলেও জানিয়েছেন স্বাস্থ্য দফতর।