Corona Cases India: করোনাকে হারিয়ে সুস্থতার সংখ্যা বৃদ্ধি দেশে, ৫ মাসে সর্বনিম্ম সক্রিয় রোগীর সংখ্যা
ভারতে এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২৩ লক্ষের কাছাকাছি।
![Corona Cases India: করোনাকে হারিয়ে সুস্থতার সংখ্যা বৃদ্ধি দেশে, ৫ মাসে সর্বনিম্ম সক্রিয় রোগীর সংখ্যা Coronavirus India reports 36571 new cases in last 24 hours covid19 Active caseload stands lowest in 150 days Corona Cases India: করোনাকে হারিয়ে সুস্থতার সংখ্যা বৃদ্ধি দেশে, ৫ মাসে সর্বনিম্ম সক্রিয় রোগীর সংখ্যা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/19/6d7252360514ffcc073b38d60b5d5eb2_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়া দিল্লি: বৃহস্পতিবার পর্যন্ত উদ্বেগ বৃদ্ধি পেলেও শুক্রবার কিছুটা স্বস্তিতে ভারত। গত ২৪ ঘণ্টায় দেশে বেড়েছে সুস্থতার হার। করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেড়েছে। ফলে অ্যাক্টিভ কেসও কমেছে রেকর্ড হারে। তবে মৃত্যুর সংখ্যা এখনও লাগামছাড়া। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুসারে, ২৪ ঘণ্টায় দেশে ৩৬ হাজার ৫৭১ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের থেকে সামান্য হলেও বেশি।
ভারতে এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২৩ লক্ষের কাছাকাছি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৪০১ জন ভারতে করোনায় আক্রান্ত হয়েছিল। একদিনে মৃত্যু হয়েছিল ৫৩০। শুক্রবারে দেশে মৃত্যু পরিসংখ্যান ফের বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৪০ জনের। দেশে করোনা কোপে মোট প্রাণহানি হয়েছে ৪ লক্ষ ৩৩ হাজার ৫৮৯ জনের।
এদিকে কোভিডে সক্রিয় রোগীর সংখ্যা কমল অনেকটাই। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক প্রকাশিত তথ্য অনুসারে ১৫০ দিনের মধ্যে অ্যাক্টিভ রোগীর সংখ্যা রেকর্ডহারে কম। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৫৫৫ জন। দেশে এখন করোনা অ্যাক্টিভ রোগীদের মোট সংখ্যা ৩ লক্ষ ৬৩ হাজার ৬০৫। সুস্থতার হার বেড়েছে ৯৭.৫৪ শতাংশ।
অন্যদিকে, রাজ্য এখনও সংক্রমণ উর্ধ্বমুখী। বাংলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৩১ জন। বেড়েছে মৃত্যুও। একদিনে করোনা কোপে প্রাণ হারিয়েছেন ১২ জন। আক্রান্তদের মধ্যে ৮৯ জন কলকাতার। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লক্ষ ৪০ হাজার ৯৮৯। রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮ হাজার ৩৩৭ জন।
এরই মধ্যে মাসে ২ দিন এসএসকেএমে এসে স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার এসএসকেএমে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি জানিয়ে দেন, আগামী বৃহস্পতিবার বিকেল ৪টার সময় তিনি আবার এসএসকেএমে আসবেন।পরিকাঠামো সংক্রান্ত বিভিন্ন কাজের পর্যালোচনা করবেন তিনি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)