Coronavirus India Updates: দেশে ৩০ হাজারের নীচে নামল করোনা সংক্রমণ, অস্বস্তি বজায় মৃত্যুহারে
Covid India Updates: দেশে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৪০৯ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩৪ হাজার ১১৩ জন।
নয়া দিল্লি: দেশে স্বস্তি বাড়িয়ে কমল করোনা সংক্রমণ। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের সংখ্যা কমলেও সামান্য বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যা। গত কয়েকদিনে অনেকটাই কমেছে সংক্রমণ। মাঝে দৈনিক মৃত্যুর সংখ্যা কমলেও অনেকটাই বাড়ল মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৪৭ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩৪৬।
দেশে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৪০৯ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩৪ হাজার ১১৩ জন। এখনও পর্যন্ত করোনায় দেশে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৯ হাজার ৩৫৮ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ২৬ লক্ষ ৯২ হাজার ৯৪৩।
এদিকে রাজ্যেও উল্লেখযোগ্যভাবে কমেছে করোনার সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় গোটা রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৩২০ জন। জানুয়ারির মাঝামাঝি সময়ে করোনা সংক্রমিতের সংখ্যা পৌঁছে গিয়েছিল প্রায় ২৪ হাজারে। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লক্ষ ১১ হাজার ২২১ জন। আজ রাজ্যে করোনার অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১১ হাজার ৬২৬ জন।
পাশাপাশি স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ২৩ জন। এ ক্ষেত্রে উল্লেখ্য এর আগে দীর্ঘ বেশ কিছুদিন ধরেই রাজ্যে করোনায় মৃত্যুর সংখ্যা থাকছিল ৩০-এর ওপরে। সবমিলিয়ে সোমবার রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ২১ হাজার ০১৭ জন। অন্যদিকে আজ রাজ্যে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১ হাজার ৩১৪ জন। সবমিলিয়ে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১৯ কোটি ৭৮ হাজার ৫৫৫ জন। রাজ্যে সুস্থতার হার ৯৮.৩৮ শতাংশ।