করোনাভাইরাস: বার্থ সার্টিফিকেট দিতে অতিরিক্ত কাউন্টার চালু, জঞ্জাল সাফাইয়ে বিশেষ নজর
নোভেল করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় তত্পর রাজ্য প্রশাসন
কলকাতা: নোভেল করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় তত্পর রাজ্য প্রশাসন। এবার কলকাতা পুরসভাও নিল একাধিক পদক্ষেপ। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে, বার্থ সার্টিফিকেট দিতে পুরসভার সদর দফতরের খোলা হচ্ছে চারটি কাউন্টার। দ্রুত জঞ্জাল পরিষ্কারের জন্য চালু হল কন্ট্রোল রুম। করোনা নিয়ে যখন উদ্বেগ ক্রমেই বাড়ছে, তখন এই পরিস্থিতিতে আরও বেশি করে ওয়ার্ডগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কন্ট্রোল রুম খুলেছে পুরসভা। সেই কন্ট্রোল রুমের হেল্প লাইন নম্বরগুলি হল-- ২২৮৬১২১২, ২২৮৬১৩১৩ ও ২২৮৬১৪১৪। মেয়র পারিষদ (জঞ্জাল অপসারণ),দেবব্রত মজুমদার বলেন, মানুষের থেকে ছড়ায় তবু আমরা পরিষ্কার পরিচ্ছন্নতায় জোর দিচ্ছি, সূর্যদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কেউ ফোন করে যদি বলেন জঞ্জাল পড়ে আছে, তাহলে তিন ঘণ্টার মধ্যে সাফ করা হবে। এতদিন কলকাতা পুরসভার সদর দফতরের একটি জায়গা থেকেই বার্থ সার্টিফিকেট দেওয়া হত। সকাল থেকে সেই কাউন্টারেই ভিড় জমে যেত। যেহেতু করোনা-মোকাবিলায় এক জায়গায় জমায়েত করতে নিষেধ করছেন চিকিৎসকরা, তাই পুরসভাতেও ভিড় কমানোর উদ্যোগ নেওয়া হল। আপাতত বার্থ সার্টিফিকেট দিতে মূল ভবনে তিনটি কাউন্টার এবং হাডকো বিল্ডিংয়ে একটি কাউন্টার খোলা হয়েছে। ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন, পুরসভার প্রতিটি পয়েন্টে ঢোকা ও বেরনোর সময় হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হবে। করোনা মোকাবিলায় সক্রিয় ভূমিকা নিতে বলা হয়েছে পুরসভার স্বাস্থ্যকর্মীদেরও। পুরসভা সূত্রে খবর, বিদেশ থেকে যাঁরা আসছেন, শারীরিক অবস্থা জানতে তাঁদের কাছে পৌঁছে যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। সংগ্রহ করা হচ্ছে তথ্য। এমনকী কারও মধ্যে করোনার উপসর্গ দেখা দিলে, তাঁর স্বাস্থ্যপরীক্ষার ব্যবস্থাও করা হচ্ছে।