COVID 19 Live: চিন-জাপান সহ ৬টি দেশ থেকে আসা বিমানযাত্রীদের আরটিপিসিআর পরীক্ষা বাধ্যতামূলক
COVID 19 Live Updates: করোনা নিয়ে উৎকণ্ঠার মধ্যে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক করলেন মুখ্যসচিব । কী বলছেন কেন্দ্রীয় সরকারের বিশেষজ্ঞরা ?
LIVE
Background
করোনা নিয়ে উৎকণ্ঠার মধ্যে নবান্নে (Nabanna) উচ্চপর্যায়ের বৈঠক করলেন মুখ্যসচিব (Chief Secretary)। সূত্রের দাবি, রাজ্যজুড়ে করোনার (Corona) জন্য ৩ হাজার ৭১৮টি বেড প্রস্তুত রাখা হচ্ছে। এর পাশাপাশি হাসপাতাল গুলিকে সরঞ্জাম ঠিক আছে কি না, তা খতিয়ে দেখে স্বাস্থ্যভবনে রিপোর্ট দিতে বলা হয়েছে।
কেন্দ্রীয় সরকারের বিশেষজ্ঞরা বলছেন, আগামী ৪০ দিন সতর্ক থাকতে হবে। এই পরিস্থিতিতে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এই বৈঠকে হাসপাতালগুলিকে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে।
করোনা আক্রান্তদের উপর বিশেষ নজরদারি করতে হবে। যাঁদের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, তাঁদের দিকে নজর দিতে হবে। এয়ারপোর্টে নজরদারি আরও বাড়াতে বলা হয়েছে।
আতঙ্ক ধরাচ্ছে করোনার জিনগত ভ্যারিয়েন্ট। কারণ তার উপরেই নির্ভর করবে আক্রান্ত রোগীর আরোগ্যর জন্য প্রকৃত কী প্রয়োজন ? সেই সঙ্গে আরও বড় প্রশ্ন উঠছে বুস্টার ডোজ পেয়েছেন কতজন ? ।
তবে নবান্ন সূত্রে দাবি, রাজ্যে এখনও পর্যন্ত ২৬ শতাংশ মানুষ বুস্টার ডোজ নিয়েছেন। মুখ্যসচিব জানিয়েছেন, রাজ্যে যে বুস্টার ডোজের প্রয়োজন রয়েছে, সেকথা কেন্দ্রীয় সরকারকে জানানো হবে।
প্রসঙ্গত, ওমিক্রনের দাপটে কার্যত কেঁপেছিল গোটা বিশ্ব। ফের কোভিড নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে। তার পিছনেও রয়েছে ওমিক্রনেরই একটি সাবভ্যারিয়েন্ট। চিনে যে কোভিড সংক্রমণ বাড়ছে তার জন্য দায়ী ওমিক্রনের সাবভ্যারিয়েন্ট BF.7। সেই ভ্য়ারিয়েন্ট নাকি ইতিমধ্যেই ভারতে পাওয়া গিয়েছে।
Covid 19 News: আগামী ৪০ দিন সতর্ক থাকতে হবে
কেন্দ্রীয় সরকারের বিশেষজ্ঞরা বলছেন, আগামী ৪০ দিন সতর্ক থাকতে হবে।
WB Covid 19 News: কমল কোভিড পজিটিভিটি রেট
পশ্চিমবঙ্গে গত ২৪ ঘন্টায় কমল কোভিড পজিটিভিটি রেট। ০.১৯ শতাংশ থেকে হল ০.১১ শতাংশ
WB Covid 19 News: কমল কোভিড পজিটিভিটি রেট
পশ্চিমবঙ্গে গত ২৪ ঘন্টায় কমল কোভিড পজিটিভিটি রেট। ০.১৯ শতাংশ থেকে হল ০.১১ শতাংশ
Covid 19 News: ভয় বাড়াচ্ছে ওমিক্রনের নতুন সাব ভ্যারিয়েন্ট BF.7
চিনকে ছারখার করছে করোনা। এই পরিস্থিতিতে ভারতে, ভয় বাড়াচ্ছে ওমিক্রনের নতুন সাব ভ্যারিয়েন্ট BF.7।
WB Coronavirus Update: বাংলায় কমল দৈনিক সংক্রমণের সংখ্যা
বাংলায় কমল দৈনিক সংক্রমণের সংখ্যা। রইল রাজ্য স্বাস্থ্য দফতরের কোভিড বুলেটিন।
WB COVID-19 Daily Health Bulletin: 29 December 2022. A detailed snapshot of all relevant details on COVID-19 in WB. Keep checking.
— Department of Health & Family Welfare, West Bengal (@wbdhfw) December 29, 2022
পশ্চিমবঙ্গ কোভিড-১৯ দৈনিক স্বাস্থ্য বুলেটিন: ২৯ ডিসেম্বর ২০২২। পশ্চিমবঙ্গের কোভিড-১৯ সম্পর্কিত বিস্তারিত তথ্য পেতে নজর রাখুন। #BengalFightsCorona pic.twitter.com/L6ehXWT8ol