Delhi Coronavirus: একা গাড়ি চালালেও পরতে হবে মাস্ক, রায় আদালতের
Coronavirus Mask Mandatory in Delhi : আদালতের পর্যবেক্ষণ, যিনি পরেছেন তাঁর জন্য মাস্ক যেমন সুরক্ষা কবচ, আশপাশের মানুষজনের জন্যও তেমনই।
দিল্লি : দেশে ফের চোখ রাঙাচ্ছে করোনা। রাজ্যেও বাড়ছে সংক্রমণ। সেকেন্ড ওয়েভ মোকাবিলায় সতর্ক করছেন বিশেষজ্ঞরা। মাস্ক পরা, স্যানিটাইজ়ার ব্যবহারের পরামর্শ তো নতুন কিছু নয়। এই পরিস্থিতির মাঝেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিল্লি হাইকোর্টের। আদালতের রায়, কেউ যদি একা গাড়িও চালান তাঁকে মাস্ক পরতে হবে।
বিচারপতি প্রতিভা এম সিং এই রায় দেওয়ার সময় জানিয়েছেন, গাড়িকে 'পাবলিক প্লেস' হিসেবে ধরতে হবে। আদালতের পর্যবেক্ষণ, যিনি পরেছেন তাঁর জন্য মাস্ক যেমন সুরক্ষা কবচ, আশপাশের মানুষজনের জন্যও তেমনই। চালক মাস্ক না পরে থাকলে জরিমানার বিরোধিতা করে পিটিশন দায়ের হয় হাইকোর্টে। রায় দেওয়ার চারটি পিটিশন খারিজ করে আদালত। জানায়, বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক মহল থেকেও মাস্ক পরার পরামর্শ দেওয়া হচ্ছে। অতিমারির চ্যালেঞ্জ মোকাবিলায় মাস্কের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সওয়াল জবাব চলাকালীন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক আদালতকে জানায়, একা গাড়ি চালানোর সময় মাস্ক সংক্রান্ত কোনও নির্দেশিকা তারা দেয়নি। তাদের আরও বক্তব্য, রাজ্যের স্বাস্থ্য বিষয়ক বিষয় একান্তই রাজ্যের ব্যাপার। এবং এ ব্যাপারে দিল্লির সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে।
দিল্লি সরকারের তরফে আদালতকে জানানো হয়, গতবছর এপ্রিলে এবিষয়ে একটি সরকারি নির্দেশিকা জারি করা হয়েছিল। যেখানে বলা হয়েছিল, সরকারি বা ব্যক্তিগত, গাড়ি চালানোর সময় মাস্ক পরা বাধ্যতামূলক। এবং সেই নির্দেশিকা এখনও বহাল রয়েছে।