এক্সপ্লোর
Advertisement
Railways maskwearing Initiative : মাস্ক না পরে রেল চত্বরে ? গুনতে হবে জরিমানা
দেশে লাফিয়ে বাড়ছে করোনা। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে প্রায় দু লক্ষ পঁয়ত্রিশ হাজার মানুষ। নতুন নির্দেশিকা না আসা পর্যন্ত আগামী ছয় মাস এই নির্দেশ বহাল থাকবে।
দিল্লি : করোনা সংক্রমণ রুখতে সক্রিয়তা বাড়াচ্ছে কেন্দ্র। এবার এল নয়া নির্দেশিকা। রেলের এলাকার মধ্যে কাউকে মাস্ক ছাড়া দেখা গেলে জরিমানা করা হবে। ৫০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে।
হুহু করে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ২ লাখ ৩৪ হাজার ৬৯২ জন। এই সংক্রমণ বৃদ্ধির পিছনে রয়েছে বৃহৎ অংশের মানুষের অসচেতনতা। মাস্ক না পরা, শারীরিক দূরত্ব বজায় না রাখা-ই সংক্রমণ বৃদ্ধির কারণ বলে জানিয়ে দিয়েছেন চিকিৎসকরা। এর পাশাপাশি রয়েছে বিশাল জমায়েতের মতো বিষয়টি। রাজনৈতিক সমাবেশ হোক বা ধর্মীয়-সর্বত্রই কাতারে কাতারে ভিড় হচ্ছে। ফলে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণের হার।
যদিও করোনায় রাশ টানতে মরিয়া কেন্দ্র ও বিভিন্ন রাজ্য সরকার। একাধিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। হরিদ্বারে কুম্ভমেলায় যোগ দিয়ে ৩০ জন সাধু করোনায় আক্রান্ত হওয়ার পর প্রতীকী ধর্মীয় জমায়েতের আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী। গতকালই কোভিড নিয়ে উচ্চস্তরীয় বৈঠক করেন তিনি। সেখানে মেডিকেল গ্রেড অক্সিজেন সরবরাহ নিয়ে আলোচনা করেন। এর পাশাপাশি বিভিন্ন রাজ্যের সীমান্তবর্তী এলাকায় জরুরি ভিত্তিতে সিলিন্ডার সরবরাহের নির্দেশ জারি করা হয়ে কেন্দ্রের তরফে।
অন্যদিকে মাস্ক পরা বাধ্যতামূলক করতে পদক্ষেপ নিয়েছে উত্তরপ্রদেশ সরকার। প্রথম দফায় মাস্কবিহীন ব্যক্তিকে এক হাজার টাকা এবং পরের দফায় ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে উত্তরপ্রদেশ প্রশাসনের তরফে। আর এবার সেই পথেই হাঁটতে চলেছে রেল। আজ এক নির্দেশিকায় রেলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, রেল চত্বরে কোনও ব্যক্তি মাস্ক না পরে ঘোরাঘুরি করলে তাঁকে ৫০০ টাকা জরিমানা দেওয়া হবে। জরিমানার ঝঞ্ঝাট থেকে বাঁচতে অনেকেই মাস্ক পরবেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এর জেরে নিয়ন্ত্রণে আনা যাবে সংক্রমণ।
প্রসঙ্গত, শেষ ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ২ লাখ ৩৪ হাজার ৬৯২ জন করোনায় আক্রান্ত। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪৫ লাখ ২৬ হাজার ৬০৯। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ৩৪১ জনের। মোট মৃত ১ লাখ ৭৫ হাজার ৬৪৯ জন।
যদিও করোনায় রাশ টানতে মরিয়া কেন্দ্র ও বিভিন্ন রাজ্য সরকার। একাধিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। হরিদ্বারে কুম্ভমেলায় যোগ দিয়ে ৩০ জন সাধু করোনায় আক্রান্ত হওয়ার পর প্রতীকী ধর্মীয় জমায়েতের আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী। গতকালই কোভিড নিয়ে উচ্চস্তরীয় বৈঠক করেন তিনি। সেখানে মেডিকেল গ্রেড অক্সিজেন সরবরাহ নিয়ে আলোচনা করেন। এর পাশাপাশি বিভিন্ন রাজ্যের সীমান্তবর্তী এলাকায় জরুরি ভিত্তিতে সিলিন্ডার সরবরাহের নির্দেশ জারি করা হয়ে কেন্দ্রের তরফে।
অন্যদিকে মাস্ক পরা বাধ্যতামূলক করতে পদক্ষেপ নিয়েছে উত্তরপ্রদেশ সরকার। প্রথম দফায় মাস্কবিহীন ব্যক্তিকে এক হাজার টাকা এবং পরের দফায় ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে উত্তরপ্রদেশ প্রশাসনের তরফে। আর এবার সেই পথেই হাঁটতে চলেছে রেল। আজ এক নির্দেশিকায় রেলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, রেল চত্বরে কোনও ব্যক্তি মাস্ক না পরে ঘোরাঘুরি করলে তাঁকে ৫০০ টাকা জরিমানা দেওয়া হবে। জরিমানার ঝঞ্ঝাট থেকে বাঁচতে অনেকেই মাস্ক পরবেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এর জেরে নিয়ন্ত্রণে আনা যাবে সংক্রমণ।
প্রসঙ্গত, শেষ ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ২ লাখ ৩৪ হাজার ৬৯২ জন করোনায় আক্রান্ত। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪৫ লাখ ২৬ হাজার ৬০৯। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ৩৪১ জনের। মোট মৃত ১ লাখ ৭৫ হাজার ৬৪৯ জন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement