Mamata on Coronavirus: ৫ মে থেকে রাজ্যের সবাইকে বিনামূল্যে করোনা ভ্যাকসিন, জানালেন মমতা
তিনি জানিয়েছেন, ৫ মে থেকে রাজ্যের সবাইকে নিখরচায় করোনা ভ্যাকসিন দেওয়া হবে।
![Mamata on Coronavirus: ৫ মে থেকে রাজ্যের সবাইকে বিনামূল্যে করোনা ভ্যাকসিন, জানালেন মমতা Coronavirus Update: Mamata Banerjee assured coronavirus will be given to all in the state Mamata on Coronavirus: ৫ মে থেকে রাজ্যের সবাইকে বিনামূল্যে করোনা ভ্যাকসিন, জানালেন মমতা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/22/36a89f131fd715b3a53e7f0626fa5077_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: করোনাভাইরাসের সংকটে সারা দেশেই উদ্বেগ তৈরি হয়েছে। ইতিমধ্যে কেন্দ্র আগামী ১ মে থেকে ১৮ বছরের বেশি সবাইকে করোনা ভ্যাকসিন দেওয়ার কথা জানিয়ছে। এবার খোলাবাজারেও মিলবে করোনা ভ্যাকসিন। এরইমধ্যে রাজ্যে রাজ্যের সবাইকে বিনামূল্যে করোনা-ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ৫ মে থেকে রাজ্যের সবাইকে নিখরচায় করোনা ভ্যাকসিন দেওয়া হবে।
উল্লেখ্য, রাজ্যে বিধানসভার নির্বাচন চলছে। আট দফায় ভোটগ্রহণের পর গণনা ২ মে।
এদিন ট্যুইট করে মমতা বিজেপিকে নিশানা করেছেন। তাঁর ট্যুইট- বিজেপি এক দেশ, এক দল, এক নেতার কথা বলে। কিন্তু, মানুষের জীবন বাঁচাতে তারা কখনও ভ্যাকসিনের এক দাম হোক বলে না।
এর আগে দেশের বৃহত্তম ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা পুণের সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কোভিশিল্ডের দাম ঘোষণা করা হয়। সংস্থা জানায়, কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী, রাজ্য সরকারগুলির জন্য ভ্যাকসিনের প্রতি ডোজের দাম পড়বে ৪০০ টাকা। অর্থাৎ, সরকারি হাসপাতালে ভ্যাকসিনের এক-একটি ডোজ মিলবে ৪০০ টাকায়। অন্যদিকে, বেসরকারি হাসপাতালগুলির ক্ষেত্রে এই মূল্য নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা।
উল্লেখ্য, সারা দেশের মতো বাংলায় হু হু করে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা । বুধবারের পরিসংখ্যাণ অনুয়ায়ী, গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ১১ হাজার । রাজ্যের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১০৭৮৪ জন । এ রাজ্যে করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউ মিলিয়ে এখনো পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৮৮৯৫৬।
বুধবার রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুসারে, রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ১০৭১০। শুধুমাত্র গত ২৪ ঘণ্টাতেই মৃত্যু হয়েছে ৫৮ জনের । করোনা আক্রান্তের নিরিখে, এ রাজ্যে সব থেকে এগিয়ে কলকাতা জেলা। এখনও পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬০০০১০। কলকাতায় গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা আড়াই হাজারেরও বেশি । কলকাতার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে উত্তর ২৪ পরগণায় করোনা আক্রান্তের সংখ্যা । এই জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৪৮২৮৪। গত ২৪ ঘন্টায় এই জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ২১৪৯ জন। গত কয়েকদিনে উত্তর ২৪ পরগণা এবং কলকাতা জেলায় করোনা আক্রান্তের সংখ্যা রীতিমতো ভয় ধরানোর মত । কলকাতায় গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৩ জনের। উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৪ জনের।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)