এক্সপ্লোর
Advertisement
মধ্যপ্রদেশে বিজেপির বিরুদ্ধে বলতে পারতাম না, কংগ্রেসের সাহায্য নিতাম, দাবি প্রাক্তন লোকসভা স্পিকার সুমিত্রা মহাজনের
ইন্দোরের উন্নয়নের প্রশ্নে আমরা দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে যাই বলেও মন্তব্য করেন আটবারের এই প্রাক্তন বিজেপি সাংসদ, যাঁকে গত এপ্রিম-মে মাসে অনুষ্ঠিত সর্বশেষ লোকসভা নির্বাচনে বয়স ৭৫ বছর ছাড়িয়ে যাওয়ায় টিকিট দেয়নি তাঁর দল।
নয়াদিল্লি: মধ্যপ্রদেশে শিবরাজ সিংহ চৌহানের বিজেপি সরকার ক্ষমতায় থাকাকালে ‘দলীয় শৃঙ্খলার অনুশাসনে বাধা ছিলেন’ বলে নিজের কেন্দ্র ইন্দোরের উন্নয়ন সংক্রান্ত ইস্যুতে মুখ খুলতে পারতেন না, কংগ্রেস নেতাদের সাহায্য নিতেন বলে জানালেন লোকসভার প্রাক্তন স্পিকার সুমিত্রা মহাজন। তিনি বিজেপিরও প্রাক্তন এমপি। কংগ্রেস নেতাদের দিয়ে শিবরাজের ওপর চাপ সৃষ্টি করতেন বলে দাবি করেছেন তিনি। গত বছরের বিধানসভা নির্বাচনে ১৫ বছর বাদে বিজেপিকে গদিছাড়া করে মধ্যপ্রদেশে ক্ষমতায় এসেছে কংগ্রেস।
সুমিত্রা বলেছেন, মধ্যপ্রদেশে আগের বিজেপি জমানায় অনেক সময় জনস্বার্থের বিষয়গুলি তুলতে পারতাম না। তখন আড়ালে ওদের (কংগ্রেস নেতাদের) সেগুলি তুলতে বলতাম, প্রতিশ্রুতি দিতাম যে, মুখ্যমন্ত্রী চৌহানকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলব। ইন্দোরের উন্নয়নের প্রশ্নে আমরা দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে যাই বলেও মন্তব্য করেন আটবারের এই প্রাক্তন বিজেপি সাংসদ, যাঁকে গত এপ্রিম-মে মাসে অনুষ্ঠিত সর্বশেষ লোকসভা নির্বাচনে বয়স ৭৫ বছর ছাড়িয়ে যাওয়ায় টিকিট দেয়নি তাঁর দল। বলেন, দলীয় শৃঙ্খলা মানতে হত বলে আগের সরকারের বিরুদ্ধে সর্বসমক্ষে কিছু বলতে পারতাম না। কংগ্রেস নেতারা এসব ক্ষেত্রে কথা রাখতেন বলেও জানিয়েছেন সুমিত্রা।
এদিকে তাঁর এই স্বীকারোক্তির প্রশংসা করে রাজ্যের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী তুলসিরাম সিলাওয়াত বলেছেন, প্রাক্তন সাংসদের মন্তব্যকে সদর্থক দৃষ্টিতে দেখা উচিত। তাই (সুমিত্রা এই নামেই জনপ্রিয়) সবসময় ইন্দোরের বিকাশের কথা ভাবেন। দলমত নির্বিশেষে সবারই এতে সামিল হওয়া উচিত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement