Covaxin Production: কোভ্যাক্সিন উৎপাদনের কাজে সময় লাগে ৪ মাস, দেশে ভ্যাকসিন সঙ্কট প্রসঙ্গে মন্তব্য ভারত বায়োটেকের
ম্যানুফ্যাকচারিং লাইমলাইন বানিয়ে পরীক্ষা করে একটা ব্যাচকে ছাড়ার কাজটি সময় সাপেক্ষ। বলছে প্রস্তুতকারী সংস্খা
দেশজুড়ে ভ্যাকসিনের আকাল রয়েছেই। টিকার পর্যাপ্ত জোগান নিয়ে উঠছে ভুড়ি ভুড়ি প্রশ্ন। আর এই অভিযোগ প্রসঙ্গেই শনিবার ভারত বায়োটেক জানিয়েছে কোভ্য়াক্সিনের একটা ব্য়াচ তৈরি করতে ১২০ দিন সময় লাগে। ম্যানুফ্যাকচারিং লাইমলাইন বানিয়ে পরীক্ষা করে একটা ব্যাচকে ছাড়ার কাজটি সময় সাপেক্ষ।
কোভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা জানিয়েছে, মার্চে কোভ্যাক্সিনের যেই ব্যাচটি তৈরির কাজ শুরু হয়েছে তা ইতিমধ্যেই শেষের পথে। জুনের মধ্যে সরবরাহও করা হবে। প্রায় ১২০ দিন পরেই এই ব্যাচটি ছাড়া হচ্ছে।
সংস্থা একটি বিবৃতিতে জানিয়েছে, কোভ্যাকসিনকে উপযোগী টিকায় পরিণত করতে প্রায় ৪ মাস সময় লাগে। প্রযুক্তি কাঠামো এবং নিয়ামক নির্দেশিকা মিলিয়ে কাজ করতে হয়। কোভ্যাকসিন উৎপাদন, পরীক্ষা করা, ছাড়া, এবং সবশেষে সেটা বিতরণ একটা বিশাল কর্মকাণ্ড। একাধিক ধাপ পেরিয়ে তৈরি হয় এই ভ্যাকসিন।
তাছাড়াও উৎপাদনের পর সেই ভ্যাকসিন রাজ্য় এবং কেন্দ্রিয় সরকারের ডিপোতে পাঠানো হয়। এি কাজেও সময় লাগে দু-দিন। এরপর সেখান থেকে সংশ্লিষ্ট জেলায় জেলায় ভ্যাকসিন পৌঁছয় প্রশাসন। এই গোটা বিষয়টি সম্পূর্ণ করতে আরও কিছুদিন সময় লাগে। সবমিলিয়ে একটা ব্যাচ ভ্যাকসিন তৈরি করে টিকাকরণ কেন্দ্রে পৌঁছনর একাধিক ধাপ পেরতে বেশ খানিকটা সময় লেগে যায়।