চিনে নতুন করে করোনায় আক্রান্ত ১৬ জন, 'দ্বিতীয় ধাক্কা'-র আতঙ্ক স্থানীয়দের
অতিমারী ফিরে আসছে, মানতে নারাজ চিনের বিশেষজ্ঞরা

বেজিং: ফের করোনাভাইরাস নতুন করে হানা দিল চিনের উহানে। গতকালই, উহানে একটি নতুন কোভিড-১৯ ক্লাস্টারের সন্ধান মেলে। পরের দিন, অর্থাৎ আজ-- এক ব্যক্তি করোনা পজিটিভ হয়েছেন সেখানে। এছাড়া, আরও ১৫ জনের দেহে উপসর্গহীন সংক্রমণ দেখা দিয়েছে বলে খবরে প্রকাশ।
চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন মঙ্গলবার জানিয়েছে, অভ্যন্তরীণ মঙ্গোলিয়া স্বশাসিত অঞ্চলে সোমবার এক ব্যক্তির শরীরে কোভিড সংক্রমণ মিলেছে। এছাড়া, আরেকটি প্রদেশ থেকেও সংক্রমণের খবর মিলেছে।
আর এতে স্থানীয়দের মধ্য়ে আতঙ্ক নতুন করে ছড়িয়েছে। অনেকেই মনে করছেন, উহানে করোনার দ্বিতীয় ধাক্কা আসতে চলেছে। যদিও, প্রশাসনের তরফে মানুষকে আশ্বস্ত করার চেষ্টা চালানো হচ্ছে।
বিশেষজ্ঞদের দাবি, বড় সংক্রমণাত্মক রোগের ক্ষেত্রে এধরনের বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে। তবে, তার অর্থ এই নয় যে, অতিমারী ফিরে আসছে। প্রসঙ্গত, এখন নতুন করে হুবেই প্রদেশের উহান ও জিলিন প্রদেশের শুলানে এই ক্লাস্টার্ড সংক্রমণের খবর মিলেছে।
সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, চিনে করোনাভাইরাস সংক্রমণে মারা গিয়েছেন ৪,৬৩৩ জন। আক্রান্তের সংখ্যা প্রায় ৮৩ হাজার।






















