Live Updates: করোনা মোকাবিলার নিয়ে কাল বিকেল পাঁচটায় সার্ক দেশগুলির প্রতিনিধিদের ভিডিও কনফারেন্স
LIVE
Background
নয়াদিল্লি: এবার আদালত চত্বরেও এসে পৌঁছল করোনার রেশ। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, ১৬ তারিখ থেকে শুধু জরুরি মামলা ছাড়া আর কোনও মামলার শুনানি করবে না তারা এবং কেবল দুপক্ষের আইনজীবীরাই এজলাসে থাকতে পারবেন। কাজ করবে শুধু ৬টি ডিভিশন বেঞ্চ, বাকি ৮টি বন্ধ থাকবে।
১২ ও ১৩ মার্চ সুপ্রিম কোর্ট আধিকারিকরা প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদের বাসভবনে গিয়ে এ নিয়ে তাঁর সঙ্গে আলোচনা করেন। করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে যেভাবে ভিড়ভাট্টা এড়ানোর কথা বলা হয়েছে, সুপ্রিম কোর্টের নিত্যদিনের পরিস্থিতির প্রেক্ষিতে তার পর্যালোচনা করেন তাঁরা। বিশেষ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেভাবে করোনাকে মহামারী বলে ঘোষণা করেছে, তাতে আদালত চত্বর কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন ওঠে। ঠিক হয়, ভিড় যতটা সম্ভব এড়ানোর চেষ্টা যেমন হবে, তেমনই দেখা হবে গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ এই স্তম্ভ যেন পুরোপুরি বন্ধ না হয়। সেক্রেটারি জেনারেল সঞ্জীব এস কালগাঁওকর এক বিবৃতিতে জানান, নির্দিষ্ট সংখ্যক বেঞ্চ যে মামলাগুলি জরুরি বলে মনে করবে, শুধু সেগুলিরই আপাতত শুনানি হবে।
আইনজীবী ছাড়া আর কেউ আদালতে ঢুকতেও পারবেন না, যদি না তাঁর আগমন চূড়ান্ত জরুরি হয়। আর সেই সব আইনজীবীই আদালতে থাকবেন যাঁরা সংশ্লিষ্ট মামলার সঙ্গে যুক্ত। সুপ্রিম কোর্টের এই ঘোষণার পর দিল্লি হাইকোর্টও জরুরি বৈঠকে বসে এ ব্যাপারে। তারাও জানায়, ১৬ তারিখ থেকে শুধু জরুরি মামলারই শুনানি হবে। একান্ত প্রয়োজন ছাড়া মামলায় যুক্ত কোনও পক্ষকেই আদালতে আসতে হবে না। দরকারে নেওয়া হবে ভিডিও কনফারেন্সের সাহায্য।