India Corona Update: দেশে ফের করোনার দাপট, দৈনিক সংক্রমণ ৩ হাজার ছুঁইছুঁই
গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৪৮৩।অসম মৃত্যু সংক্রান্ত তথ্য পরিমার্জন করায় গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছিল ১ হাজার ৩৯৯।
নয়াদিল্লি: ফের করোনার (Corona) দাপট। দেশে দৈনিক আক্রান্তের (Daily Case) সংখ্যা বেড়ে তিন হাজার ছুঁইছুঁই। তবে কমেছে দৈনিক মৃত্যুর (Death Case) সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯২৭ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩২ জনের।
দেশে ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ: গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৪৮৩। অসম মৃত্যু সংক্রান্ত তথ্য পরিমার্জন করায় গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছিল ১ হাজার ৩৯৯। এই নিয়ে দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৩ হাজার ৬৫৪ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লক্ষ ৬৫ হাজার ৪৯৬। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী দেশে দৈনিক পজিটিভিটি রেট ০.৫৮ শতাংশ। একদিনে সুস্থতার সংখ্যা ২ হাজার ২৫২। অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৬ হাজার ২৭৯।
দেশের ফের ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে প্রায় ৩ হাজার। তবে কমেছে মৃত্যুর সংখ্যা। অ্যাক্টির রোগী ১৬ হাজার পার। আর এই প্রেক্ষাপটেই চিকিৎসকদের একাংশ দাবি করছেন, ভারতে আছড়ে পড়েছে করোনার চতুর্থ ঢেউ। করোনা মোকাবিলায় আজ সব মুখ্যমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
দেশের মধ্যে রাজধানী দিল্লির পরিস্থিতি ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে। সেখানে প্রতিদিন আক্রান্তের সংখ্যা হাজারের উপরেই থাকছে। প্রাণও কাড়ছে করোনা। দিল্লিতে হঠাৎ সংক্রমণ বৃদ্ধির পিছনে ওমিক্রনের উপপ্রজাতি, BA.2.12-কেই দায়ী করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। করোনা ছড়িয়ে পড়েছে দক্ষিণ ভারতেও। মাদ্রাজ IIT-তে নতুন করে সংক্রমিত হয়েছেন ৫৫ জন। উদ্বেগের বিষয় হল, এদিকে মঙ্গলবার রাজ্য স্বাস্থ্যদফতরের পরিসংখ্যান অনুযায়ী, কারও মৃত্যু না হলেও, আগের দিনের তুলনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে ৭। বেড়েছে সংক্রমণের হারও। তাহলে কি বাংলাতেও আছড়ে পড়তে চলেছে চতুর্থ ঢেউ? চিকিৎসকদের পরামর্শ একটাই, আগের মতো করোনা বিধি মেনে চলতে হবে সবাইকেই।
আরও পড়ুন: PM to meet CM : ফের চোখ রাঙাচ্ছে করোনা, আজ মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক