এক্সপ্লোর
উত্তর প্রদেশে এক সঙ্গে চার সন্তানের জন্ম দিলেন কোভিড পজিটিভ মহিলা
বিআরডি মেডিকেল কলেজের অধ্যক্ষের মতে এ রকম ঘটনা শুধু বিরলই নয়, চ্যালেঞ্জিংও বটে।
![উত্তর প্রদেশে এক সঙ্গে চার সন্তানের জন্ম দিলেন কোভিড পজিটিভ মহিলা COVID-19 positive woman delivers quadruplets in UP's Gorakhpur, one baby on ventilator উত্তর প্রদেশে এক সঙ্গে চার সন্তানের জন্ম দিলেন কোভিড পজিটিভ মহিলা](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/08/08202205/baby.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
:গোরক্ষপুর: মহামারীর প্রকোপে যেখানে শুধুই মৃত্যু-মিছিল চলছে বিশ্বজুড়ে, সেখানে এসে পৌছল একসঙ্গে চারটি শিশুর জন্ম নেওয়ার খবর।এবং সবচেয়ে বিস্ময়কর বিষয়টি হল মা নিজে কোভিড পজিটিভ হওয়া সত্বেও এই শিশুগুলির বেশিরভাগই সুস্থ অবস্থায় ভূমিষ্ঠ হয়েছে।উত্তরপ্রদেশের গোরখপুরের বিআরডি মেডিকেল কলেজে ঘটেছে এই ঘটনা।
তিনটি বাচ্চা সুস্থ থাকলেও চতুর্থটি ভেন্টিলেশনে রয়েছে বলে জনিয়েছেন বিআরডি মেডিকেল কলেজের অধ্যক্ষ গণেশ কুমার। ২৬ বছর বয়সী ওই মা দেওরিয়া জেলার গৌরী বাজার এলাকার বাসিন্দা। তিনি গত মঙ্গলবার রাতে মেডিকেল কলেজের ট্রমা সেন্টারে আসেন এবং টেস্টের পরে কোভিড পজিটিভ হিসাবে চিহ্নিত হন। হাসপাতালের ডাক্তার ও প্যারামেডিকেল সদস্যদের সাহায্যে্ তিনি বুধবার চারটি সন্তানের জন্ম দেন।
ডাক্তারদের মতে শিশু সম্তানগুলি সময়ের আগেই জন্ম নেওয়ার কারণে, তাদের ওজন ৯৮০ গ্রাম থেকে ১.৫ কিলোগ্রামের মত হয়েছে। কোনও শারীরিক ত্রুটি না থাকলেও, কিছুটা অপুষ্ট রয়েছে নবজাতকরা। মা তিনটি বাচ্চাকে দুধ খাওয়াতে সক্ষম হলেও, একটি বাচ্চা ভেন্টিলেশনে তুলনামূলক ভাবে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। চিকিৎকদের ধারণা, বেশ কয়েক দিন তাকে ভেন্টিলেশনে রাখতে হবে।
বিআরডি মেডিকেল কলেজের অধ্যক্ষের মতে এ রকম ঘটনা শুধু বিরলই নয়, চ্যালেঞ্জিংও বটে। মা ও সন্তানেরা আপাতত সুস্থ রয়েছেন। বাচ্চাগুলির স্যাম্পেল করোনা টেস্টের জন্য পাঠানো হয়েছে মাইক্রোবায়োলজি বিভাগে। মারণ ভাইরাসের পরিবেশে সুস্থতার খবরে বেশ খুশি গোরক্ষপুরের এই পরিবার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)