এক্সপ্লোর
একবার সেরে ওঠার পরেও ফিরে আসতে পারে করোনা! সুস্থ হওয়ার ৫ মাসের মধ্যে অ্যান্টিবডি কমে গেলে সংক্রমণ সম্ভব, বলছে আইসিএমআর
রেমডিসিভির ও হাইড্রক্সিক্লোরোকুইন করোনার বিরুদ্ধে লড়াইয়ে খুব একটা কার্যকর হচ্ছে না বলেও জানিয়েছেন।
![একবার সেরে ওঠার পরেও ফিরে আসতে পারে করোনা! সুস্থ হওয়ার ৫ মাসের মধ্যে অ্যান্টিবডি কমে গেলে সংক্রমণ সম্ভব, বলছে আইসিএমআর COVID-19 re-infection possible if antibodies in recovered person reduce within 5 months: ICMR chief একবার সেরে ওঠার পরেও ফিরে আসতে পারে করোনা! সুস্থ হওয়ার ৫ মাসের মধ্যে অ্যান্টিবডি কমে গেলে সংক্রমণ সম্ভব, বলছে আইসিএমআর](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/10/21151115/ICMR.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: করোনা থেকে সেরে উঠেছেন। কিন্তু তারপর ৫ মাসের মধ্যে শরীরে অ্যান্টিবডি কমে গেল। তা হলে আবার করোনা সংক্রমণ হতে পারে।ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআরের ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গব এই হুঁশিয়ারি দিয়েছেন।
গতকাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকে এ কথা জানিয়েছেন ভার্গব। মানুষকে মাস্ক পরার অনুরোধ করেছেন তিনি, বলেছেন, করোনা সংক্রমণ রুখতে যা যা নিয়মের কথা বলা হয়েছে, সবই মেনে চলা হোক অক্ষরে অক্ষরে। তিনি বলেছেন, যে কোনও সংক্রমণের পরেই শরীর অ্যান্টিবডি তৈরি হয়। করোনার ক্ষেত্রে দেখা যাচ্ছে, সেরে ওঠার পর অ্যান্টিবডি থাকছে অন্তত ৫ মাস পর্যন্ত। করোনাভাইরাস এখনও অভিযোজন করছে, আমরা সে সম্পর্কে শিখছি। যদি কারও শরীরে সংক্রমণ থেকে সেরে ওঠার ৫ মাসের মধ্যে অ্যান্টিবডি কমে যায়, তবে তাঁর ফের করোনা আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই সেরে ওঠার পরেও মাস্ক পরা অত্যন্ত জরুরি।
করোনার মূল লক্ষণ জ্বর, কাশি আর শ্বাসকষ্ট, জানিয়েছেন তিনি। রেমডিসিভির ও হাইড্রক্সিক্লোরোকুইন করোনার বিরুদ্ধে লড়াইয়ে খুব একটা কার্যকর হচ্ছে না বলেও জানিয়েছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)