Covid-19: কোভিড নিয়ে সতর্কতা জারি করল দিল্লি সরকার ! ‘পর্যাপ্ত বেড, অক্সিজেন, ওষুধ ও ভ্যাকসিন রাখতে হবে..’
Delhi Govt On Covid 19 Awareness : মহারাষ্ট্রের পর এবার দিল্লিতে করোনা উদ্বেগ,কোভিড নিয়ে সতর্কতা জারি করল দিল্লি সরকার

নয়াদিল্লি: মহারাষ্ট্রের পর এবার দিল্লিতে করোনা উদ্বেগ, কোভিড নিয়ে সতর্কতা জারি করল দিল্লি সরকার। নির্দেশ দিয়ে জানিয়েছে, ‘পর্যাপ্ত বেড, অক্সিজেন, ওষুধ ও ভ্যাকসিন রাখতে হবে। সমস্ত পজিটিভ নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠাতে হবে। নমুনা পাঠাতে হবে লোকনায়ক হাসপাতালে।
আরও পড়ুন, দিল্লিতে নীতি আয়োগের বৈঠক 'বয়কট' মমতার ! গত বছর কথা বলতে না দেওয়ার অভিযোগ তৃণমূলের
দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ২৫০ পার
দেশজুড়ে ফের করোনার চোখরাঙানি। অন্ধ্রপ্রদেশ সরকার ইতিমধ্যেই সতর্কতামূলক গাইডলাইন জারি । দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ২৫৭, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর। এর মধ্যে পশ্চিমবঙ্গে একটি সংক্রমণ মিলেছে। চলতি মাসে আলিপুরের একটি হাসপাতালে এক মহিলা শ্বাসকষ্ট ও অন্যান্য সমস্যা নিয়ে ভর্তি হন, রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর। পরীক্ষায় জানা যায়, তিনি কোভিড-19-এ আক্রান্ত। আইসোলেশনে এক সপ্তাহ রেখে ওই করোনা আক্রান্তকে ছেড়ে দেওয়া হয়।
ওমিক্রনের উপপ্রজাতি JN ডট ওয়ানে সংক্রমণের হার খুব বেশি
দক্ষিণ-পূর্ব এশিয়াতে ফের বাড়ছে করোনা। ওমিক্রনের উপপ্রজাতি JN ডট ওয়ানে সংক্রমণের হার খুব বেশি। সেক্ষেত্রে RTPCR-এর সংখ্যা বাড়ানো ও গাইডলাইন বেঁধে দেওয়া জরুরি। উদ্বেগজনক না হলেও, সতর্ক হওয়া প্রয়োজন বলে চিকিৎসকরা জানিয়েছেন। ইতিমধ্যেই মহারাষ্ট্রে ২ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে।
পরিস্থিতির দিকে নজর রাখছে স্বাস্থ্য মন্ত্রক
সিঙ্গাপুর ও হংকং এর সঙ্গে দেশেও চুপিসারে বাড়ছে করোনা আক্রান্ত এর সংখ্যা। গত কয়েক দিনে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। পরিস্থিতির দিকে নজর রাখছে স্বাস্থ্য মন্ত্রক। ভারতেও ছবিটা উদ্বেগজনক। যদিও সংক্রমক রোগ বিশেষজ্ঞ যোগীরাজ রায় বলেছেন, এটাকে মহামারি বলা যাবে না। কেরলা, মহারাষ্ট্র, তামিলনাড়ু এই তিনটে রাজ্যে বেড়েছে। এর আগেও কোভিড কিন্তু কেরলা, মহারাষ্ট্র, তামিলনাড়ু দিয়ে ভারতবর্ষে এসেছিল ।
'যারা কোভিড আক্রান্ত হয়েছেন, তাঁরা অধিকাংশই প্রাথমিক অবস্থায় রয়েছেন..'
PTI সূত্রে খবর, স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ভারতে যারা এই মুহূর্তে কোভিড পজিটিভ রয়েছেন, তাঁদের প্রতি প্রতিনিহিত নজর রাখা হচ্ছে। জানা গিয়েছে, যারা কোভিড আক্রান্ত হয়েছেন, তাঁরা অধিকাংশই প্রাথমিক অবস্থায় রয়েছেন। কোনও গুরুতর বিষয় বা অস্বাভাবিকতা দেখা যায়নি। তবে হ্যাঁ, কোথাও কিন্তু একবারও বলা হয়নি কোভিড মুক্ত ভারত। কোভিড কিন্তু এখনও যায়নি, সাধারণ মানুষদের সতর্ক করলেন চিকিৎসকেরা।






















