"বিজেপির বিরুদ্ধে লড়ছেন একা মমতা", সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ বসিরহাট উত্তরের বিধায়ক রফিকুল ইসলামের
তৃণমূলে যোগ দিলেন বসিরহাট উত্তরের সিপিএম বিধায়ক রফিকুল ইসলাম
কলকাতা: আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে উত্তর ২৪ পরগনায় আরও কিছুটা নিজেদের শক্তি বাড়িয়ে নিল তৃণমূল। সিপিএম ছেড়ে শুক্রবার তৃণমূলে যোগ দিলেন বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রফিকুল ইসলাম।
এদিন তৃণমূল ভবনে তিন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, অরূপ বিশ্বাস ও সাধন পাণ্ডের উপস্থিতিতে দলবদল করেন সিপিএমের বিধায়ক। তাঁর ব্যাখ্যা, দেশে এখন বিপদ বিজেপি।। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে লড়ছেন। তাই তৃণমূলনেত্রীর হাত শক্ত করতে দলবদল করলেন তিনি।
দলত্যাগী বিধায়ক রফিকুল বলেন, গোটা দেশে এখন বিজেপি হচ্ছে বিপদ। তার বিরুদ্ধে লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিই বিজেপিকে ঠেকাতে পারেন। তাই তাঁর হাত শক্ত করতে এবং উন্নয়নে সামিল হতে এই যোগদান।
তৃণমূল নেতা ও পূর্ত মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এখন আর বিজেপির মতো শক্তিকে পরাস্ত করতে কেউ নেই। রাজ্যের উন্নয় তিনি যেবাবে করছেন তাতে অন্যান্য দলের বহু নেতাই আজ তৃণমূলের যোগ দিচ্ছেন। রফিকুলও তাতেই সামিল হলেন। )
এই দলবদলকে আয়ারাম গয়ারামের রাজনীতি বলে কটাক্ষ করেছে সিপিএম। দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সুজন চক্রবর্তী বলেন, এটাই এখন ট্রেন্ড। বাংলায় আয়ারাম গয়ারামের রাজনীতি চলে এসেছে।