CRPF Uniform: দীর্ঘদিন ধরে অনুযোগ, অবশেষে অনুমোদন মিলল কেন্দ্রের, নয়া ইউনিফর্ম পাচ্ছে CRPF
Union Home Ministry: CRPF সূত্রে জানা গিয়েছে, উর্দি নিয়ে বেশ কিছুদিন ধরেই অসন্তোষ জমা পড়ছিল।
নয়াদিল্লি: গায়ে চাপিয়ে আরাম। স্বাচ্ছন্দ্য বোধ হয় দৌড়ঝাঁপেও। একই সঙ্গে টেকসইও। যুদ্ধকালীন পরিস্থিতির উপযুক্ত, কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর জন্য এমনই নয়া সামরিক উর্দি আসছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে CRPF-এর জন্য নয়া উর্দি কেনার নির্দেশ দেওয়া হয়েছে (CRPF Uniform)। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে মিলে গিয়েছে অনুমোদনও। কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর অন্যান্য বিভাগের থেকে যাতে আলাদা করে চিহ্নিত করা যায়, তার জন্য পৃথক ডিজিটাল প্রিন্ট থাকবে নয়া উর্দিতে। সশস্ত্রবাহিনীর প্রত্যেক বিভাগের জন্যই এমন পৃথক নকশার উর্দি তৈরি হবে বলে জানা গিয়েছে। (Union Home Ministry)
CRPF সূত্রে জানা গিয়েছে, উর্দি নিয়ে বেশ কিছুদিন ধরেই অসন্তোষ জমা পড়ছিল। বিশেষ করে জম্মু ও কাশ্মীর, ছত্তীসগঢ় এবং উত্তর-পূর্বের স্পর্শকাতর এলাকায় মোতায়েন জওয়ানরা সিনিয়রদের কাছে লাগাতার অভিযোগ করে আসছিলেন। ফিল্ড ডিউটিতে থাকাকালীন পরনের উর্দিতে একেবারে স্বাচ্ছন্দ্য বোধ করেন না বলে জানিয়েছিলেন সরাসরি। সেই অভিযোগ দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রক পর্যন্ত পৌঁছয়। তাতে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস (CAPFs) কমিটি গঠিত হয়। এর পর CRPF-এর তরফেই প্রথম উর্দি পাল্টানোর সিদ্ধান্ত গৃহীত হয়। অন্যান্য বিভাগকেও তাদের পছন্দ-অপছন্দ জানাতে বলা হয়েছে।
উর্দি তৈরির বিষয়ে ইতিমধ্যেই নর্দার্ন ইন্ডিয়া টেক্সটাইল রিসার্চ অ্যাসোসিয়েশন এবং বিশেষজ্ঞদের সঙ্গে কথা হয়েছে CRPF-এর। প্রায় ১০ বছর পর পরিহিত CRPF-এর সামরিক উর্দি পাল্টাচ্ছে। CRPF-এর কম্যাান্ডো ব্যাটেলিয়ন ফর রেজলিউট অ্যাকশন (CoBRA) আগেই ডিজিটাল প্রিন্টের উর্দি পেয়েছে। তারা উর্দি পাল্টাচ্ছে না। র্যাপিড অ্যাকশন ফোর্স (RAF)-ও উর্দি বদলাচ্ছে না। তবে সশস্ত্র বাহিনীর অন্যান্য বিভাগগে নিজেদের পছন্দ জানাতে বলা হয়েছে। ৮০ শতাংশ সূতি এবং ২০ শতাংশ পলিয়েস্টার ব্যবহার করে নয়া উর্দি তৈরি করা হবে বলে জানা গিয়েছে।
এখনও পর্যন্ত যে তথ্য সামনে এসেছে, সেই অনুযায়ী, উপর-নীচ এবং পাশাপাশি নকশা থাকবে। কাপড় অত্যন্ত আরামদায়ক হবে, যাতে দৌড়াদৌড়িতে সমস্যা না হয়। এই পৃথক সামরিক উর্দির দাবি দীর্ঘ দিন ধরেই জানিয়ে আসছিল CRPF. ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে উত্তর-পূর্ব দিল্লিতে হিংসা ছড়িয়ে পড়লে ঘটনাস্থল থেকে যে ছবি সামনে এসেছিল, তাতে নিরাপত্তা কর্মীদের সামরিক ইউনিফর্মের সঙ্গে ভারতীয় সেনার উর্দির কোনও ফারাক ধরা যাচ্ছিল না। তাতে সেনা নামানো হয়েছে বলে চাউর হয়ে যায়। সেই সময়ই সেনার তরফে আবেদন জানানো হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং প্রতিরক্ষা মন্ত্রককে, যাতে আইনশূঙ্খলাজনিত কার্যে রাজ্য পুলিশ এবং CAPF একই নকশার সামরিক উর্দি না পরে। এবার CRPF-এর জন্য পৃথক সামরিক উর্দি তৈরির নির্দেশ দিল কেন্দ্র। আগামী কয়েক মাসের মধ্যে ধাপে ধাপে উর্দিতে বদল আসবে। যাতে অনুকরণ না করা যায়, তার জন্য ডিজিটাল প্রিন্ট আনা হচ্ছে।
এর আগে, গতবছর ভারতীয় সেনার উর্দিতেও ডিজিটাল প্রিন্ট ব্যবহৃত হয়। তার কপিরাইটও সেনার হাতেই রয়েছে। ভারতীয় সেনার ওই উর্দি তৈরি করে NIFT.