Kolkata CSIR-CGCRI Recruitment 2021: কলকাতায় গবেষক নিয়োগ করছে এই প্রতিষ্ঠান, ১৫ অক্টোবর আবেদনের শেষ তারিখ
গবেষক হিসাবে CSIR-সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউটে (CSIR-CGCRI)-এ যোগ দিতে চাকরিপ্রার্থীর বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে।সায়েন্টিস্ট পদে ১৪ জনকে নিয়োগ করবে সংস্থা।
কলকাতা: কলকাতায় CSIR-সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউটে (CSIR-CGCRI)-এ গবেষক নিয়োগ করবে সংস্থা। সায়েন্টিস্ট পদে ১৪ জনকে নিয়োগ করা হবে। উপযুক্ত যোগ্যতা থাকলে আগামী ১৫ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে চাকরিপ্রার্থীদের।
চাকরির সারাংশ
কোন পদে নিয়োগ
১৪ জনকে নিয়োগ করবে সংস্থা। সায়েন্টিস্ট পদে হবে এই নিয়োগ।(UR:7, EWS: 2, ST:1,OBC:3, PwBD: HH:1)
শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীর ন্যূনতম যোগ্যতা M.Tech/ ME অথবা PhD হতে হবে।এই বিষয়ে বিশদে জানতে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট https://www.cgcri.res.in-এ যোগাযোগ করতে হবে আবেদনকারীদের। সেখানেই এই বিষয়ে বিস্তারিত দেওয়া রয়েছে।
বয়স সীমা- গবেষক হিসাবে CSIR-সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউটে (CSIR-CGCRI)-এ যোগ দিতে চাকরিপ্রার্থীর বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে।তবে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের সীমা কিছুটা শিথিল করা হয়েছে SC/ST ও OBC-দের জন্য। এই পদে SC/ST-দের নিয়োগের ক্ষেত্রে আরও ৫ বছর বয়সের সীমা শিথিল করেছে সরকার। একইভাবে OBC-দের জন্য এই বয়সের সীমা ৩ বছর শিথিল করা হয়েছে।
বেতন কাঠামো
এই পদে একবার প্রার্থী নিযুক্ত হলে ৬৭,৭০০টাকা থেকে ২০৮৭০০টাকা বেতন পাবেন। সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের নির্দেশনামা অনুসারে এই বেতন পাবেন বাছাই প্রার্থী। এই বেতনের মধ্যে ডিও, টিএ ও এইচআরএ বা বাড়ি ভাড়া যুক্ত থাকবে।
কীভাবে আবেদন করবেন ?
CSIR-Central Glass & Ceramic Research Institute (CSIR-CGCRI), Kolkata-র সায়েন্টিস্ট পদে আবেদনের জন্য https://www.cgcri.res.in-এ ঢুকতে হবে চাকরিপ্রার্থীদের। সেখানে আবেদনপত্র ভর্তি করে প্রিন্ট আউট নিতে হবে আবেদনকারীকে। পরবর্তীকালে Administrative Officer, CSIR-Central Glass & Ceramic Research Institute, 196, Raja S. C. Mullick Road, Kolkata – 700032 ঠিকানায় শিক্ষাগত যোগ্যাতা ছাড়াও যাবতীয় প্রামাণ্য নথি দিয়ে পাঠাতে হবে। আগামী ১৫ অক্টোবরের মধ্যে অনলাইনে এই আবেদনপত্র জমা দেওয়া যাবে। নির্দিষ্ট ঠিকানায় এই আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩১ অক্টোবর।
আরও পড়ুন :WB Food & Supplies Recruitment 2021: খাদ্য দফতরে কাজের সুযোগ, ১৭ সেপ্টেম্বরের মধ্যে করা যাবে আবেদন
Education Loan Information:
Calculate Education Loan EMI