এক্সপ্লোর
নোট থেকেও ছড়াতে পারে করোনা জীবাণু, ব্যবসায়ী সংগঠনকে চিঠি দিয়ে ইঙ্গিত দিল রিজার্ভ ব্যাঙ্ক
সিএআইটি-র জাতীয় সভাপতি বি সি ভারতীয়া ও মহাসচিব প্রবীণ খান্ডেলওয়াল বলেছেন, আরবিআই নোট থেকে করোনা ছড়ানোর আশঙ্কা অস্বীকার করতে পারেনি, তাদের জবাব পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে, কারেন্সি নোট রোগ জীবাণু ছড়ানোর অন্যতম মাধ্যম।
![নোট থেকেও ছড়াতে পারে করোনা জীবাণু, ব্যবসায়ী সংগঠনকে চিঠি দিয়ে ইঙ্গিত দিল রিজার্ভ ব্যাঙ্ক Currency Notes Could Be Carriers of Bacteria And Viruses Including COVID-19, Hints RBI in Its Letter to CAIT নোট থেকেও ছড়াতে পারে করোনা জীবাণু, ব্যবসায়ী সংগঠনকে চিঠি দিয়ে ইঙ্গিত দিল রিজার্ভ ব্যাঙ্ক](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/10/05173457/currency-notes.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স বা সিএআইটি-কে চিঠি লিখে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ইঙ্গিত দিল, কারেন্সি নোট থেকেও করোনা ছড়াতে পারে। মার্চ মাসে সিএআইটি এ ব্যাপারে পরিষ্কার জানতে চেয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলী সীতারামনকে চিঠি দেয়, সেই চিঠি পাঠানো হয় রিজার্ভ ব্যাঙ্কের অফিসে। এ মাসে তার জবাব দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।
আরবিআই চিঠিতে লিখেছে, কারেন্সি নোট করোনা ও অন্যান্য জীবাণু বহন করে কিনা প্রশ্নের উত্তরে জানানো হচ্ছে, রিজার্ভ ব্যাঙ্ক তাদের স্বচ্ছ নোট নীতি অনুযায়ী ভাল মানের ব্যাঙ্ক নোট জনতার মধ্যে ইস্যু করে। এই কারণে সার্কুলেশনের পর যে সব ব্যাঙ্ক নোট আবার রিজার্ভ ব্যাঙ্কে ফিরে আসে, সেগুলি পরীক্ষা করা হয়। যেগুলি ফের সার্কুলেশনের পক্ষে উপযোগী, সেগুলি রিইস্যু করা হয়, অন্যগুলি (নোংরা, ছেঁড়া) নষ্ট করে ফেলা হয়, যাতে সার্কুলেশনে থাকা ব্যাঙ্ক নোটের গুণগত মান বজায় থাকে।
করোনা ছড়ানো নিয়ে স্পষ্ট কিছু না বললেও চিঠিতে মোবাইল ব্যাঙ্কিং, ইন্টারনেট ব্যাঙ্কিং ইত্যাদির মাধ্যমে এনইএফটি, আইএমপিএস, ইউপিআই ও বিবিপিএসের মত ডিজিটাল পেমেন্ট অপশন ব্যবহার করতে মানুষকে অনুরোধ করেছে তারা, যাতে কারেন্সি নোট যতটা সম্ভব কম ব্যবহার করা যায়।
সিএআইটি-র জাতীয় সভাপতি বি সি ভারতীয়া ও মহাসচিব প্রবীণ খান্ডেলওয়াল বলেছেন, আরবিআই নোট থেকে করোনা ছড়ানোর আশঙ্কা অস্বীকার করতে পারেনি, তাদের জবাব পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে, কারেন্সি নোট রোগ জীবাণু ছড়ানোর অন্যতম মাধ্যম। নোটের ব্যবহার যতটা সম্ভব কম করার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে অনুরোধ করেছেন তাঁরা, যাতে ডিজিটাল পেমেন্ট আরও বেশি করে চালু করার জন্য কোনও ইনসেনটিভ স্কিম শুরু করা যায়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)