Cyclone Asani: আন্দামানে চোখ রাঙাচ্ছে অশনি, আরও শক্তিবৃদ্ধির আশঙ্কা
Cyclone Asani Update: প্রভাব পড়তে শুরু করেছে সাইক্লোন অশনির। ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে। রবিবার বৃষ্টির প্রাবল্যে ব্যাহত হয়েছে আন্দামানের জনজীবন।
নয়াদিল্লি: প্রভাব পড়তে শুরু করেছে সাইক্লোন অশনির (cyclone asani)। ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে। রবিবার বৃষ্টির প্রাবল্যে ব্যাহত হয়েছে আন্দামানের জনজীবন। শুধু বৃষ্টিই নয়, প্রবল বেগে বইছে হাওয়াও। নিম্নচাপ শক্তি বাড়ালে পরিস্থিতি আরও ঘোরালো হওয়ার আশঙ্কা করছেন প্রশাসনিক আধিকারিকরা।
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং লাগোয়া দক্ষিণ আন্দামান সাগরে লো-প্রেশার বেল্ট নিম্নচাপে পরিণত হয়েছে, ক্রমশ শক্তিও বাড়াচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। টুইট বার্তায় এমনই জানিয়েছে ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট (India Meteorological Department)।
Yesterday's Well marked Low pressure area intensified into a depression over southeast Bay of Bengal and adjoining south Andaman Sea at 0530 IST of today the 20th March 2022. To intensify further into a Deep Depression during next 24 hours. pic.twitter.com/DGZ51bTVFq
— India Meteorological Department (@Indiametdept) March 20, 2022
ঝোড়ো হাওয়া ও বৃষ্টির কারণে দ্বীপের মধ্যে যাতায়াতের জন্য নৌপরিবহন (Inter-island shipping services) বন্ধ করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এই বছরের প্রথম সাইক্লোনের আগে সবদিক থেকে সতর্ক আন্দামান প্রশাসন। পরিস্থিতি সামাল দিতে আগে থেকেই মোতায়েন করা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী (National Disaster Response Force)। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (National Disaster Response Force) ১০০ জন জওয়ানকে মোতায়েন করা হয়েছে। সঙ্গে বিভিন্ন এলাকায় ছটি ত্রাণ শিবিরও তৈরি করা হয়েছে। আন্দামান প্রশাসন জানাচ্ছে, উত্তর ও মধ্য আন্দামানে (andaman) ঝড় ও বৃষ্টির দাপট থাকলেও পোর্ট ব্লেয়ারের (port blair) জনজীবন ক্ষতিগ্রস্ত হয়নি। আগাম সতর্ক হয়ে একাধিক পদক্ষেপ নিয়েছে আন্দামান প্রশাসন (administration)। কোনওরকম ক্ষতি এবং প্রাণহানি এড়াতে রয়েছে সতর্ক নজর।