Cyclone Michaung: আছড়ে পড়ার আগেই তাণ্ডব মিগজ়াউমের, ভাসছে চেন্নাই, ১৪৪ ধারা জারি কোথায় কোথায়?
Cyclone Michaung Landfall Update : প্রবল বৃষ্টি শুরু হয়েছে চেন্নাইতে। উথালপাথাল সমুদ্র। ১৪৪ ধারা জারি করা হয়েছে পুদুচেরি উপকূলে।
চেন্নাই : ক্রমেই শক্তিশালী বঙ্গোপসাগরের উপরে ঘূর্ণিঝড় মিগজ়াউম ( Cyclone Michaung ) । বর্তমানে সাগরের ( Bay of Bengal )উপর ঘুরপাক খেতে খেতে ঝড়টি এগিয়ে চলেছে অন্ধ্র উপকূলের দিকে। আর তার জেরে প্রবল বৃষ্টি শুরু হয়েছে চেন্নাইতে। উথালপাথাল সমুদ্র। ১৪৪ ধারা জারি করা হয়েছে পুদুচেরি (Puducherry)উপকূলে। ভাসছে তামিলনাডুর বিভিন্ন এলাকা ( Tamil Nadu)
Cyclonic Storm Michaung lay centered over Westcentral & adjoining Southwest Bay of Bengal off south Andhra Pradesh and adjoining north Tamil Nadu coasts at 0530 hrs on 4th December. Likely to move north-northwestwards, intensify & cross between Nellore and Machilipatnam close to… pic.twitter.com/7jl92KDvhH
— ANI (@ANI) December 4, 2023
উত্তর উপকূলীয় তামিলনাড়ুতে ভারী বৃষ্টিপাত চলছে। চেন্নাই, চেঙ্গলপাট্টু, কাঞ্চিপুরম, নাগাপট্টিনাম, কুড্ডালোর, তিরুভাল্লুর জেলার বিভিন্ন অঞ্চল (Chennai, Chengalpattu, Kancheepuram, Nagapattinam, and Cuddalore districts, with Thiruvallur district ) কার্যত জলের তলায়। ঝোড়া হাওয়ায় বিভিন্ন জায়গায় উপড়ে গিয়েছে গাছ। সকালে চেন্নাইয়ের ইস্ট কোস্টাল রোডের কানাথুর এলাকায় একটি নবনির্মিত বাড়ির পাঁচিল ধসে পড়েছে। এ ঘটনায় ২ জন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। মৃতরা ঝাড়খণ্ডের বাসিন্দা। কানাথুর পুলিশ বিষয়টি তদন্ত করছে।আবহাওয়া দফতরের পূর্বাভাস, ঘূর্ণিঝড়টি আগামীকাল দুপুরে নেলোর এবং মাছিলিপত্তমের মধ্যে স্থলভাগে আছড়ে পড়তে পারে।
#WATCH | Tamil Nadu: Amid heavy rainfall, trees uprooted near the Ambattur area, Chennai. pic.twitter.com/XU2Tihh9PO
— ANI (@ANI) December 4, 2023