(Source: ECI/ABP News/ABP Majha)
Moradabad Gang Rape: ফের গণধর্ষণের অভিযোগ, মোরাদাবাদে নির্যাতনের পর হাঁটানো হল নাবালিকাকে
Yogi Adityanath: নাবালিকাকে সম্পূর্ণ নগ্ন করে গণধর্ষণের অভিযোগে ফের তোলপাড় উত্তরপ্রদেশ। মোরাদাবাদ জেলার ভোজপুর থানা এলাকার ঘটনা।অভিযোগ, নির্যাতনের পর কিশোরীকে নগ্ন করে হেঁটে বাড়ি ফিরতে বাধ্য করা হয়।
মোরাদাবাদ: নাবালিকাকে (adolescent) সম্পূর্ণ নগ্ন (naked) করে গণধর্ষণের (gangrape) অভিযোগে ফের তোলপাড় উত্তরপ্রদেশ (uttarpradesh)। মোরাদাবাদ (moradabad)জেলার ভোজপুর থানা এলাকার ঘটনা। অভিযোগ, নির্যাতনের পর কিশোরীকে নগ্ন (naked) করে হেঁটে বাড়ি ফিরতে বাধ্য করা হয়। স্থানীয় সূত্রে খবর, ঘটনাটি অন্তত সপ্তাহ দুয়েক আগেকার। নির্যাতিতা নগ্ন অবস্থায় বাড়ি ফেরার পথে কেউ কেউ তার ভিডিও করেছিলেন। সেই ভিডিও ক্লিপ হালে ভাইরাল হলে চাঞ্চল্য তৈরি হয়।
কী ঘটেছিল?
প্রাথমিক ভাবে শোনা যাচ্ছে, ১৫ বছরের ওই কিশোরীকে ৫ ব্যক্তি অপহরণ করে ধর্ষণ করে। ভয়ঙ্কর নির্যাতনের পরও রেহাই পায়নি সে। সম্পূর্ণ নগ্ন অবস্থায় মোরাদাবাদ-ঠাকুরদ্বারা হাইওয়ের উপর দিয়ে তাকে ২ কিলোমিটার হাঁটিয়ে বাড়ি ফিরতে বাধ্য করা হয় বলে অভিযোগ। আশপাশের অনেকে সেই দৃশ্য দেখেও তাকে সাহায্য করতে এগিয়ে আসেননি। বরং ভিডিও করেছেন, এমনও অভিযোগ রয়েছে। নির্যাতিতার আত্মীয় সংবাদমাধ্যমকে বলেছেন, 'অসম্ভব রক্তপাত হচ্ছিল ওর। অত্যাচারের কথা পুরোটাই ও বাড়ির লোককে জানিয়েছে।' তার পরই পুলিশের দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার। এখানে তৃতীয় অভিযোগ। কিশোরীর পরিজনদের বক্তব্য, জেলার এসএসপি হেমন্ত কুটিয়ালের কাছে বিষয়টি না যাওয়া পর্যন্ত পুলিশ কিছু করেনি। ৭ সেপ্টেম্বর এফআইআর দায়ের করে এক অভিযুক্তকে গ্রেফতার করে। কিন্তু আতঙ্কের ইতিবৃত্ত সম্ভবত এখানেই শেষ নয়। কিশোরীর পরিবারের অভিযোগ, অভিযুক্তের আত্মীয়রা তাঁদের খুনের হুমকি দিচ্ছেন। অ্যাডিশনাল এসপি সন্দীপ কুমার মিনা বলেন, '৩৭৬ ডি ধারার পাশাপাশি পকসো আইনেও এফআইআর দায়ের হয়েছে। তদন্ত চলছে।'
যা জানা গেল...
ঘটনার দিন পাশের গ্রামের একটি মেলায় গিয়েছিল কিশোরী। অভিযোগ, সেখান থেকে তাকে অপহরণ করে পর পর পাঁচ জন ধর্ষণ করে। ইতিমধ্যের নির্যাতিতার চিৎকার শুনে এক গ্রামবাসী সেখানে পৌঁছে গেলে অভিযুক্তরা সেখান থেকে চম্পট দেয়। যাওয়ার সময় নিজেদের যাবতীয় সামগ্রী ও কিশোরীর জামাকাপড়ও নিয়ে যায় তারা, অভিযোগ এমনই। উল্লেখ্য, উত্তরপ্রদেশ সরকার নারী-নির্যাতনের ঘটনার ক্ষেত্রে কড়া অবস্থান নিয়েছে। কিন্তু তার পরও কি কমছে নারী নির্যাতনের ঘটনা? ২১ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের বরেলিতে একজন গর্ভবতী মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঠে তিন জনের বিরুদ্ধে। নির্যাতিতার স্বামী জানান, খেতে কাজ করছিলেন ওই মহিলা। সেই সময়ই তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। নির্যাতনের জেরে গর্ভস্থ সন্তান নষ্ট হয়ে যায় তাঁর, দাবি পরিবারের। তার ঠিক আগের দিন, ২০ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের লখনউয়ে আট বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে তার বাড়িওয়ালার বিরুদ্ধে। বস্তুত, সেপ্টেম্বরেই একাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে যোগী-রাজ্যে। তার পরেও কি টনক নড়বে প্রশাসনের?