Coronavirus Vaccine: শর্তসাপেক্ষে খোলা বাজারে কোভিশিল্ড, কোভ্যাক্সিন বিক্রিতে ছাড়পত্র
চিকিৎসকদের পরামর্শ মেনেই গোটা প্রক্রিয়াটি হবে।
নয়াদিল্লি : খোলা বাজারে (Open Market) কোভিশিল্ড (Covishield), কোভ্যাক্সিন (Covaxin) বিক্রিতে অনুমতি। ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (Drugs Controller General of India) শর্ত সাপেক্ষে কোভিশিল্ড, কোভ্যাক্সিন বিক্রিতে ছাড়পত্র দিয়েছে বলেই খবর সংবাদসংস্থা এএনআই সূত্রে। পাশাপাশি সূত্র মারফত জানা যাচ্ছে, ওষুধের দোকানেও (Medicine Shop) ভ্যাকসিন (Vaccine) বিক্রিতে ডিসিজিআইয়ের (DCGI) অনুমতি এখনই মেলেনি, বরং হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিক সরাসরি ভ্যাকসিন কিনতে পারবে। ছ'মাস অন্তর তথ্য ডিসিজিআই-তে দিতে হবে। চিকিৎসকদের পরামর্শ মেনেই গোটা প্রক্রিয়াটি হবে।
ডিসিজিআইয়ের তরফে খোলা বাজারে কোভিশিল্ড ও কোভ্যাক্সিন বিক্রির যে শর্তগুলি দেওয়া হয়েছে, তা মেনে আম জনতার কাছে আরও সহজে ভ্যাকসিন পৌঁছতে আরও প্রায় মাসখানেক সময় লাগবে বলেই জানা যাচ্ছে। তবে যাতে তার আগেই খোলা বাজারে কোভিডের দুটি ভ্যাকসিন জনসাধারণ পেতে পারেন, সেই জন্য উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক (Central Health Department)। বিভিন্ন পর্যায়ে তাই নিয়ে ইতিমধ্যে আলাপ-আলোচনা শুরু হয়েছে।
#COVID19 | Drugs Controller General of India (DCGI) grants conditional market approval for Covishield and Covaxin pic.twitter.com/q5GO65usPr
— ANI (@ANI) January 27, 2022
এমনিতেই ইতিমধ্যে গোটা দেশে ১৬০ কোটির বেশি টিকাকরণের ডোজ হয়ে গিয়েছে। তবে স্বাস্থ্যকর্মী ও ষাটোর্ধ্বদের বুস্টার ডোজ ও দেশজুড়ে ১৫ ঊর্ধ্বদের ভ্যাকসিনেশনও চলছে। এই অবস্থায় খোলা বাজারে ভ্যাকসিন পাওয়া গেলে টিকাকরণে আরও গতি আসবে বলেই প্রত্যাশা চিকিৎসা মহলে।
আরও পড়ুন- দেশে ফের বাড়ল দৈনিক সংক্রমণ, ৩ লক্ষের কাছাকাছি দৈনিক করোনা আক্রান্ত, সামান্য কম মৃত্যু
এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে বাড়ল করোনা সংক্রমণ। তবে, সামান্য কম মৃতের সংখ্যা। এই একদিনে করোনায় (Corona Virus) সংক্রমিত হয়েছেন ২ লক্ষ ৮৬ হাজার ৩৮৪ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Health Ministry) বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ২ লক্ষ ৮৬ হাজার ৩৮৪ জন আক্রান্ত হয়েছেন। তার আগের দিন এই সংখ্যাটা ছিল। ২ লক্ষ ৮৫ হাজার ৯১৪ জন। তার আগের দিন আক্রান্তের সংখ্যা ছিল ২ লক্ষ ৫৫ হাজার ৮৭৪। অর্থাৎ ঊর্ধ্বমুখী গ্রাফ।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )