Delhi Airport Roof Collapse: দিল্লি বিমানবন্দরে ভেঙে পড়ল ছাদ! চাপা একাধিক গাড়ি! মৃত ১
Delhi Airport Mishap: আজ ভোরে টার্মিনাল ওয়ানের ছাদের একাংশ ভেঙে পড়ে। তখনই সেই কাঠামোর নীচে চাপা পড়ে একাধিক গাড়ি।
নয়া দিল্লি: দিল্লি বিমাবন্দরে ছাদের (Delhi Airport Accident) একাংশ ভেঙে বিপত্তি। আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ বিমানবন্দরে টার্মিনাল ওয়ানের ছাদের একাংশ ভেঙে পড়ে বলে জানিয়েছে এক দমকল আধিকারিক। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪ টি ইঞ্জিন। প্রবল বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে ছাদের একাংশ ভেঙে পড়ায় মৃত্যু হয়েছে ১ জনের। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর।
একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ছাদের কাঠামোর নীচে চাপা পড়েছে একাধিক গাড়ি। গাড়ির মধ্যে কেউ আটকে রয়েছেন কিনা দেখা হচ্ছিল, পরে বলা হয় কেউ আটকে নেই। টার্মিনালের বাইরে যেখানে গাড়িগুলি রয়েছে, সেখানেই এই দুর্ঘটনা ঘটে। ওই এলাকাতেই গাড়িতে এসে নামেন যাত্রীরা। সেই যাত্রিবাহী গাড়ির অনেকগুলিই সেখানে অপেক্ষা করছিল। তখনই এই ঘটনা ঘটে। আহত হয়েছেন ৬ জন। আর কেউ আটকে নেই বলে জানিয়ে দিয়েছে দমকল।
টার্মিনালের ছাদের যে অংশটি ভেঙে পড়েছে সেই অংশটিতে কোনওভাবে জং ধরে গিয়েছিল বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। মৃতদের জন্য ২০ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে।
#WATCH | 4 people were injured after a roof collapsed at the Terminal-1 of Delhi airport.
— ANI (@ANI) June 28, 2024
(Video source - Delhi Fire Service) pic.twitter.com/Uc0qTNnMKe
প্রবল বৃষ্টি জেরে দিল্লি বিমানবন্দরের একাংশ বন্ধ রাখা হয়েছে। টার্মিনাল ওয়ান দিয়ে প্লেন চলাচল সম্পূর্ণ বন্ধ। টার্মিনাল ওয়ানে বিমানের অবতরণ হলেও কোনও বিমান উড়ছে না। দুপুর ২টো পর্যন্ত টার্মিনাল ওয়ানের বিমানের উড়ান বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। শুক্রবার সকাল থেকে ব্যাপক বৃষ্টি হচ্ছে দিল্লি ও তার পার্শ্ববর্তী এলাকায়। একাধিক জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। প্রবল বৃষ্টির জেরে দিল্লির একাধিক রাস্তায় যানজট তৈরি হয়েছে। ১০ মার্চ দিল্লি বিমাবন্দরে টার্মিনাল ওয়ানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার সকাল থেকে ব্যাপক বৃষ্টি হচ্ছে দিল্লি ও তার পার্শ্ববর্তী এলাকায়। একাধিক জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। প্রবল বৃষ্টির জেরে দিল্লির একাধিক রাস্তায় যানজট তৈরি হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: বিমা কভারেজের সঙ্গে বিনিয়োগও! এক প্রিমিয়ামেই জোড়া সুবিধা! কীভাবে?